Tata গ্রুপ এবার ভারতের জন্য বানাচ্ছে মিলিটারি যুদ্ধবিমান, উড়তে পারবে ৪১ হাজার ফিট উচ্চতায়
যুদ্ধবিমান ৬-৭ ঘন্টায় ১৮০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে পারে
এবার ভারতীয় কোম্পানি Tata Group এবার ভারতের জন্য মিলিটারি এয়ারক্রাফট তৈরি করতে চলেছে। এই এয়ারক্রাফটে অ্যাকোয়ার্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে যা সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি। তবে এই এয়ারক্রাফটে ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেন্সর ব্যবহার করা হবে। এই টুইন ইঞ্জিন, হাই অ্যালটিটিউড এয়ারক্রাফটে অত্যাধুনিক প্রযুক্তি আছে যার চূড়ান্ত টেস্টিং এখন চলছে জার্মানিতে। মনে করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যেই ভারতে এই যুদ্ধবিমান পৌঁছে যাবে। প্রসঙ্গত এই প্রথম Tata এর মতো কোন প্রাইভেট কোম্পানি যুদ্ধবিমান তৈরির দিকে এগোচ্ছে। যদিওবা হিন্দুস্তান এরোনটিকসের ১.৭৬ শতাংশ অংশ Tata গ্রুপের অন্তর্গত।
কোম্পানি তরফে জানানো হয়েছে যে তাদের এই নতুন যুদ্ধবিমান ৪১ হাজার ফিট উচ্চতায় উড়তে পারবে। এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ ওড়ার ক্ষমতা আছে ৪৫ হাজার ফিট উচ্চতায়। এই যুদ্ধবিমান ৬-৭ ঘন্টায় ১৮০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে পারে। এই যুদ্ধবিমানের ক্যাপাসিটি ১০০০ কেজির বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, এই যুদ্ধবিমানের মডেল বেঙ্গালুরুর AeroIndia তে Tata Advanced Systems (TASL) আগামী সপ্তাহে প্রদর্শন করবে। যদিওবা কোম্পানি এখনো তাদের যুদ্ধবিমানের বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি তাও জানা গিয়েছে এই যুদ্ধবিমান জার্মানের Grob G180 SPn বিমানের আদলে তৈরি যা অর্থনৈতিক সংকটের জন্য কখনো তৈরি হয়নি।