অ্যাপের মাধ্যমেই জানা যাবে নিজের করোনা রিপোর্ট?
স্মার্টফোন হাতে নিন- কাশুন- সাথে সাথেই পেয়ে যান করোনা রিপোর্ট
স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেই জেনে যাবেন আপনার করোনা রিপোর্ট। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এমন অ্যাপ বানিয়েছেন বলে জানা যাচ্ছে একাধিক রিপোর্টে। গবেষকরা মেশিন লার্নিং (ML) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) -এর মতো প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপের সাহায্যে উপসর্গহীন রোগীদের রিপোর্টও পাওয়া যাবে।
আরও পড়ুন
করোনা প্রধানত শরীরের যে অংশগুলির উপর প্রভাব ফেলে সেগুলি ঠিকঠাক কাজ করছে কিনা দেখা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এই অ্যাপ তৈরির জন্য স্মার্টফোনে প্রায় ৭০ হাজার কাশি রেকর্ড করা হয়। নানান পরীক্ষা নিরীক্ষার পরে অ্যাপ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে বলে খবর। যদিও এখনও কোনো অ্যাপ স্টোরে আসেনি অ্যাপটি। তবু এই অ্যাপের মাধ্যমে চটজলদি বিনামূল্যে করোনা পরীক্ষা হওয়ার সম্ভাবনা।