কিং কোহলির আগ্রাসী মনোভাবের জন্য ব্যান হতে পারেন, সতর্ক করল আইপিএল
গতকাল সানরাইজার্স হায়দরাবাদের সাথে খেলার সময় আউট হয়ে তিনি মেজাজ হারান
আইপিএল ২০২১ সিজনের শুরুটা বেশ ভালই হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। প্রথম দুটি ম্যাচ পরপর জিতে নিল কিং কোহলি নেতৃত্বাধীন আরসিবি। তবে গতকাল অর্থাৎ বুধবার সানরাইজার্স হায়দরাবাদের সাথে ম্যাচ খেলার সময় বিরাট কোহলির আগ্রাসী মনোভাবের জন্য আইপিএল তাকে তিরস্কার করল। গতকাল বিরাট কোহলি ২৯ বলে ৩৩ রান করে আউট হওয়ার পর আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে প্রায় সাড়ে ৩ বছর তিনি শীর্ষস্থান হারিয়েছেন। আউট হওয়ার পর তিনি ড্রেসিং রুমে ফেরার সময় ডাগআউটে ধারে একটি চেয়ারে সজোরে ব্যাট দিয়ে মারেন। তারপরও কার্যকলাপ ক্যামেরায় ধরা পড়ে যায় ও সোশ্যাল মিডিয়াতে তার আগ্রাসী মনোভাবের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিওর সূত্র ধরেই আইপিএল কিং কোহলিকে সতর্ক করেছে।
আইপিএল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, "কোহলি লেভেল ১ ধারায় অভিযুক্ত হয়েছেন। তিনি আইপিএল বিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছে তিনি খুব একটা খুশি ছিলেন না। আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটেছিল সাজঘরে ফেরার সময়। যেহেতু লেভেল ১ অপরাধ এখন সতর্ক করে ছেড়ে দেওয়া হল। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে তার দুটি ম্যাচ ফি থেকে ৫০-১০০ শতাংশ করে কেটে নেয়া হবে বা দুই চার ম্যাচের জন্য তাকে ব্যান করে দেওয়া হবে।"