প্রথম টেষ্টের হারে ক্যাপ্টেন কোহলির কাঠগড়ায় "পার্ট টাইম বোলার" নাদিম, সুন্দর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/02/2021   শেষ আপডেট: 09/02/2021 8:11 p.m.
বিরাট কোহলি twitter@icc

আগের মত আমরা আবারও ফিরে আসব বলে আত্মবিশ্বাসী বিরাট কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও ইংল্যান্ডের চেন্নাইতে প্রথম টেস্টে ভারত ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দল অলআউট হয়ে যায় ৫৭৮ রানে। তার জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৩৭ রানে। তারপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৭৮ রান করে অলআউট হয়। তখন ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৪২০ রানের। তবে রান তাড়া করতে নেমে মাত্র ১৯২ রানে ভারতের শেষ ইনিংস গুটিয়ে যায়। হারের পর সাংবাদিকদের সামনে বিরাট সতীর্থদের শরীরী ভাষা ও মানসিকতা সম্বন্ধে প্রশ্ন তুললেন। তিনি বেশ ক্ষোভের সাথে বলেছেন, ম্যাচের প্রথম দিকে আমরা বিপক্ষকে একদমই চাপে রাখতে ব্যর্থ হয়েছি। আশ্বিন কিছুটা চেষ্টা করলেও তা চাপ বাড়ানোর ক্ষেত্রে পর্যাপ্ত ছিল না। প্রচুর বাজে রান দেওয়া হয়েছে। এছাড়া দলের পার্ট টাইম বোলাররা কোন প্রভাব ফেলতে পারেনি।"

এছাড়াও বিরাট কোহলি জানিয়েছেন, "বোলার বাদেও ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই ম্যাচে কোন প্রভাব ফেলতে পারেনি। একটা পেশাদারী টিমের কাছে এরকম ভুল কখনোই কাম্য নয়। ইংল্যান্ডের টিম পেশাদারিত্বের সাথে খেলায় আজ কারা জিতেছে। এছাড়াও দলের মধ্যে ম্যাচ শুরু হওয়ার সময় থেকে খুনে মানসিকতার অভাব ছিল। অন্যদিকে ইংল্যান্ড টিম তাদের সমস্ত দিয়ে ম্যাচ জেতার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল। তাই আজকের ভারতীয় দল পরাজয়ের মুখ দেখলো।" অবশ্য সেইসাথে কোহলি বেশ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, "এখনো সব শেষ হয়নি। আমরা আগেও অনেকবার ফিরে এসেছি। এবারও আশা করি ফিরে আসবো।"