Tokyo Paralympics : টেবিল টেনিসের ফাইনালে পৌঁছে রূপো নিশ্চিত ভাবীনাবেনের
রবিবার ফাইনালে ভাবীনাবেনের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) তৈরি করলেন ভাবীনাবেন প্যাটেল (BhavinabenPatel)। প্রথম ভারতীয় হিসেবে টেবিল টেনিসের ফাইনালে উঠলেন তিনি। চিনের মিয়াও ঝাং-কে ৩-২ ব্যবধানে হারিয়ে রূপো নিশ্চিত করেছেন। তবে সোনার পদকের জন্য আগামীকাল লড়বেন এই গুজরাটি অ্যাথলিট।
প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে প্যারালিম্পিক্সে পদক নিশ্চিত করেই ইতিহাস গড়েছিলেন ভাবীনাবেন প্যাটেল। শুক্রবার মহিলা সিঙ্গলসের ক্লাস ৪ ইভেন্টে সার্বিয়ার বরিস্লাভা পেরিচ র্যানকোভিচকে স্ট্রেট গেমে হারান তিনি। দুর্দান্ত পারফর্ম করে বিশ্বের পাঁচ নম্বর তারকাকে মাত্র ১৮ মিনিটের লড়াইয়েই পরাস্ত করেছিলেন। আর শনিবার প্রথম মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে প্যারালিম্পিকের ফাইনালে পৌঁছলেন চিনের মিয়াও ঝাং-কে হারিয়ে। প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান প্যাটেল। ৩৪ মিনিটের দীর্ঘ সেমিফাইনালে ভাবীনাবেনের পক্ষে খেলার স্কোর ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। রবিবার ফাইনালে ভাবীনাবেনের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ।
প্রথমবার প্যারালিম্পিক্সে অংশ নিয়েছেন ভাবীনাবেন। প্রথম ম্যাচেই হেরে যান। এরপর একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছলেন। দৃঢ়প্রত্যয়ী ভাবীনাবেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমি এইভাবে খেলে গেলে স্বর্ণপদক নিশ্চিত। প্রতিটি ম্যাচে ১০০ শতাংশ দিয়েছি। আমি ফাইনালের জন্য মানসিকভাবে প্রস্তুত।"