ড্র করে আরও চাপ বাড়লো এসসি ইস্টবেঙ্গলের
প্রায় ৬০ মিনিট ১০ জনে খেললো লাল হলুদরা
আরও একটা ড্র। আরও একটু পিছিয়ে যাওয়া। এসসি ইস্টবেঙ্গলের শেষ চারে যাওয়ার স্বপ্ন ধীরে ধীরে অসম্ভব মনে হচ্ছে এইবার। নিজেদের ১২ ম্যাচের পর ঝুলিতে মাত্র ১২ পয়েন্ট। ফলে বাকি ৮ ম্যাচেই জেতার জন্য ঝাঁপাতে হবে তাদের। কিন্তু গত ১২ ম্যাচের ফলাফল মোটেই সেই আশা দিচ্ছে না লাল হলুদ সমর্থকদের। ১২ ম্যাচের মধ্যে ৬টি ড্র, ২টি জয় এবং ৪টি পরাজয় তাদের ঝুলিতে।
আরও পড়ুন
আইএসএল শুরু হওয়ার একদম শেষ মুহূর্তে টিম বানিয়ে নেমেছিল ইস্টবেঙ্গল। ফলে স্বভাবতই গুছিয়ে উঠতে খানিক সময় লেগেছে তাদের। আজও ম্যাচের ৩১ মিনিটের মাথায় অজয় ছেত্রী লালকার্ড দেখায় বাকি গোটা ম্যাচ ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। কিন্তু তাতেও চেন্নাইইন এফসির মতো দলকে গোলশূন্য অবস্থায় ড্র তে আটকে দেওয়া যথেষ্ট কৃতিত্ব দাবি করে।