তৃতীয় দিনে সুন্দর লড়াই ওয়াশিংটন-দের

তুফান সিংহরায়
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 3:41 p.m.
facebook/BCCI

মাটি কামড়ে পড়ে রইলেন ভারতের টেল এন্ডাররা

দ্বিতীয় দিনের খেলা বিঘ্নিত হয়েছিল বৃষ্টির জন্য। ফলে একপ্রকার ঠিকই হয়ে যাচ্ছিল ভারতের ম্যাচ জেতার আশা কম। কিন্তু ম্যাচ হারার একটা ভয় ছিল দ্বিতীয় দিনে রোহিত শুবমনের উইকেট হারিয়ে। তৃতীয় দিনেও শুরুটা আহামরি হয়নি ভারতের। ১২২ তুলে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। স্কোর তখন ৬ উইকেটের বিনিময়ে ১৮৬। ক্রিজে ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। দুজনেই অনভিজ্ঞ। ওয়াশিংটনের আবার প্রথম ম্যাচ। রুখে দাঁড়ালেন দুজনেই। ভয়ঙ্কর অজি বোলিং অ্যাটাকের সামনে বুক চিতিয়ে লড়ে গেলেন দুজনেই। ১২৩ রানের পার্টনারশিপ! ভারত শেষ করলো ৩৩৬ রানে। অস্ট্রেলিয়ার থেকে মাত্র ৩৩ রান পিছনে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা কোনো উইকেট না হারিয়ে এখন ২১ রানে। কাল খেলার শুরুতে যদি কিছু উইকেট তুলে নিতে পারে ভারত তাহলে জয়ের সম্ভাবনা প্রকট হতে পারে ভারতের কাছে।