জল্পনার অবসান, আইপিএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে
শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
আইপিএলের (IPL) বাকি ম্যাচ গুলি নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল। আইপিএলের বাকি ম্যাচ গুলি হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার স্থান ঠিক হলেও এখনও পর্যন্ত নির্দিষ্ট সময় ঠিক হয়নি বলে জানা গেছে।
দেশে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেও আইপিএল চালু থাকায় বিতর্ক তৈরি হয়েছিল। যদিও খেলোয়াড়দের মধ্যে পরপর কোভিড আক্রান্ত হওয়ার ঘটনায় বাধ্য হয়ে ৪ মে বন্ধ হয়ে যায় প্রতিযোগিতা। এরপর বাকি ৩১ টি ম্যাচ গুলি নিয়েও নানান জটিলতা তৈরি হয়। আইপিএলের ভবিষ্যত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। এমন অবস্থায় বোর্ড গতবারের মতো বাকি ম্যাচ গুলি সরিয়ে নিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহীতে। যদিও সূত্রে খবর, কেবল কোভিড নয়, ওই সময় ভারতে চলবে বর্ষার সময়। ফলে সুষ্ঠু ভাবে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। তাই আইপিএল ওখানে সরিয়ে নেওয়াও অন্যতম কারণ। তবে বাকি ম্যাচ গুলি ইংল্যান্ডে হবে নাকি সংযুক্ত আরব আমিরশাহীতে হবে তা নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সেই জটিলতা কাটল বলে সূত্রের খবর।
সূত্রের খবর, বাকি ম্যাচ গুলি সংযুক্ত আরব আমিরশাহীতে করা নিয়ে খেলোয়াড়দের তরফেও সবুজ সঙ্কেত মিলেছে। গতবারের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ায় বড় সাফল্য পেয়েছিল ভারতীয় বোর্ড। এবারও সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন বোর্ডের একাংশ। প্রতিযোগিতায় এক দিনে দু'টি ম্যাচ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার দেখার বিষয় চূড়ান্ত সফল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কতটা সাফল্য পায়!