গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে ভারত
২-১ ব্যবধানে সিরিজ হারের পর অস্ট্রেলিয়া বর্তমানে তালিকার তিন নম্বরে
ভারতের জন্য সত্যিই এটি একটি গর্বের দিন। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নের তালিকায় এবার এ শীর্ষস্থানে উঠে এলো ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার গাব্বায় টেস্ট জিতে ভারতের বর্তমানে জয়ের পরিমাণ ৭১.৭%। ভারতের পয়েন্ট সংখ্যা ৪৩০। ঠিক তার নিচেই রয়েছে নিউজিল্যান্ড।। তবে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে নম্বর ৩- এ। বর্তমানে তাদের ফাইনালে যাওয়া বেশ কঠিন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদি ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ঘরের মাঠে সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া দল ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। অর্থাৎ, ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত ২টি ম্যাচ জয়ের পার্থক্য না থাকলে ফাইনালে যাওয়া অস্ট্রেলিয়ার পক্ষে অত্যন্ত কঠিন।
ভারতের ঠিক নিচে রয়েছে অধিনায়ক কেন উইলয়ামসনের নেতৃত্বাধীন কিউই বাহিনী। ৪২০ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক নিচে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। গত ১১ ম্যাচে ৭টি ম্যাচে জয়ের মুখ দেখেছে নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে ফাইনালে আমরা নিউজিল্যান্ডকে দেখতে পারি বলে মনে করছে অনেকেই। তবে সবকিছু নির্ভর করছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা সিরিজের ওপরে।