IPL 2022: রাসেল ঝড়ে উড়ে গেল পাঞ্জাব শিবির, পাঞ্জাবকে হেলায় হারাল কলকাতা
উমেশ যাদব এবং আন্দ্রে রাসেলের অনবদ্য ইনিংস, ৬ উইকেটে ম্যাচ জিতল কেকেআর
ম্যাচের আগে থেকেই কেকেআর (KKR) শিবিরে বাড়তি আশঙ্কা ছিল আন্দ্রে রাসেলের (Andre Russell) চোট ঘিরে। গত ম্যাচে আরসিবির (RCB) বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান রাসেল। রাসেলের চোট কেকেআর শিবিরে যে বাড়তি ঝুঁকি আজকের ম্যাচে তা স্পষ্ট। তারপরও নির্ধারিত ২০ ওভারের আগেই পাঞ্জাব কিংসের (PBKS) রথ থামিয়ে দেয় কেকেআর শিবির। আর উমেশ যাদবের (Umesh Yadav) পরপর ঝটকা বাড়তি অক্সিজেন দেয় কলকাতা দলে।
চলতি আইপিএল (IPL) ঘিরে একটি কথা খুব প্রচলিত। কেবল এই আইপিএল কেন গত আইপিএলেও বড় ভূমিকা নিয়েছিল টস। এমনই কথা চালু হয়ে গেছে, 'টস যার ম্যাচ তার'! আজ টসে জিতে কলকাতা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর শুরু থেকেই একের পর এক ঝটকা। ফের জ্বলে উঠতে দেখা যায় উমেশ যাদবকে। ইদানিং ভারতীয় ক্রিকেট দলে কিছুটা 'ব্রাত্য' উমেশ যাদবের আইপিএলে এই পারফরম্যান্স যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেখানে যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) কথা ওঠে বারবার খারাপ বোলিং করেও যেভাবে দলে সুযোগ পান, উমেশ যাদবদের মতো প্লেয়ারদের বসিয়ে রাখার কারণ কী? সে উত্তর জানা নেই। তবে চলতি আইপিএলে কেকেআর অন্যতম প্রধান অ্যাসেট যে উমেশ যাদব হয়ে উঠেছেন বলার অপেক্ষা রাখে না।
পাঞ্জাবের ওপেনিং নামেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। যদিও প্রথম ওভারেই মাত্র ১ রানে আউট পাঞ্জাব কিংসের অধিনায়ক। উইকেট পেলেন সেই উমেশ যাদব। শিখর ধাওয়ানের স্কোর মাত্র ১৬। যদিও মাত্র ৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভানুকা রাজাপাক্ষে (Bhanuka Rajapaksa)। তাছাড়া পাঞ্জাব কিংসের তেমন কেউ বড় রানের ইনিংস খেলতে পারেনি। যদিও শেষ অবস্থায় পাঞ্জাবের নতুন বোলার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ঝোড়ো ইনিংস খেললেও ১৮.২ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় পাঞ্জাব শিবির। কলকাতার উমেশ যাদব একাই ৪ উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ড তৈরি করলেন।
কলকাতা এসেই দ্বিতীয় ওভারে আজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) উইকেট হারায়। মাঠে নামেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চতুর্থ ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে বহু আলোচনা হলেও চলতি আইপিএলে চূড়ান্ত ব্যর্থ তিনি। পাওয়ার প্লে-তে কলকাতার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫১। ১৩৮ রানের টার্গেটে মন্দ নয়। পরপর ফের দুই উইকেট হারিয়ে কলকাতা যখন ব্যাকফুটে, তখনই মাঠে নামেন আন্দ্রে রাসেল। শুরু হয় রাসেল ঝড়।
বহুদিন পর রাসেলের পরপর ওভার বাউন্ডারি প্রত্যক্ষ করল আইপিএল প্রেমীরা। রাসেলের সঙ্গে যোগ্য সঙ্গত দিল সাম বিলিংস (Sam Billings)। রাসেলের ৩১ বলে ৭০ রান। আর তাতে কেবল আটটাই ওভার বাউন্ডারি। ৬ উইকেটে জিতল কলকাতা।