MS Dhoni: দেখালেন 'বুড়ো' হাড়ের ভেলকি! প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2022   শেষ আপডেট: 22/04/2022 9:12 a.m.
https://twitter.com/ChennaiIPL

"কালের যাত্রার ধোনি শুনিতে কি পাও?" সৃজিত মুখার্জি

কথায় বলে, 'বুড়ো' হাড়ের ভেলকি! আর তাই করে দেখালেন চেন্নাই শিবিরের দুর্গ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শেষ ওভারে প্রয়োজন ১৭, মাঠে তখন এমএস ধোনি এবং প্রিটোরিয়াস। মুম্বইয়ের বলে এলেন জয়দেব উনাদকড় (Jaydev Unadkat)। এসেই প্রথম বলে এলবিডব্লিউ (LBW) হলেন প্রিটোরিয়াস। শেষ ওভারের ৬ বলের ১ বল খতম। হাতে আছে মাত্র ৫ বল। প্রিটোরিয়াসের আউটের পর স্ট্রাইকে এলেন ডোয়েন ব্রাভো। সবাই ধরেই নিয়েছে চেন্নাইয়ের হার। হয়তো চলতি আইপিএলে প্রথম জয় মুম্বইয়ের। কিন্তু না, মাঠে তখন বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার এমএস ধোনি যে। জয় পেতে হলে শেষ ৪ বলে দরকার ১৬। আর মহেন্দ্র সিং ধোনি দেখালেন তাঁর 'বুড়ো' হাড়ের ভেলকি। তৃতীয় বলে ৬, তারপর ৪, ২, আর শেষবলে ৪।

দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দরাজ প্রশংসা, মাঠে যতক্ষণ মাহি ছিল, ততক্ষণ বিশ্বাস ছিল আমরা জিতছি। আর চেন্নাইয়ের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় মাহির প্রশংসায় পঞ্চমুখ। দেশ-বিদেশের একাধিক তারকা মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করেছেন।

বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এক টুইট বার্তায় বলেছেন, "এমএস ধোনি ... ওম ফিনিশায় নমঃ। দুরন্ত জয়। রোম্বা নালা।" বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। বিভিন্ন বিষয়ে মজাদার টুইট লড়াইয়ে বারবার নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন। আর এমএস ধোনির এমন অনবদ্য ফিনিশের পর বীরুর মুখ থেকে কিছু বেরোবে না, তা হতে পারে না।

একসময় চেন্নাই দলের প্রধান স্তম্ভ সুরেশ রায়না (Suresh Raina) বলেছেন, "টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ চেন্নাই বনাম মুম্বই। শেষে আমাদের নিজের ধোনি ভাইয়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় ইনিংস, দেখে সর্বদা আনন্দিত হই! আরেকটি বিশাল জয়ের জন্য পুরো চেন্নাই টিমকে অভিনন্দন।" আর তারপরেই হলুদ লাভ সিম্বল। গতবার থেকেই চেন্নাই দলের সঙ্গে সুরেশ রায়নার মতপার্থক্য তৈরি হয়েছিল বলে ওয়াকিবহাল মহলের ধারণা। দলের সঙ্গে যাই হোক, মাহির সঙ্গে তাঁর অটুট বন্ধুত্ব।

প্রাক্তন ভারতীয় দলের দুরন্ত বোলার ইরফান পাঠানের (Irfan Pathan) টুইট, "ঘড়ির কাঁটা উল্টো দিকে ফেরান, দেখবেন ভালো সময় দিচ্ছে।" কিংবা কেভিন পিটারসনের (Kevin Peterson), "নামটি তাঁর এমএস।"

আর সবকিছু ছাড়িয়েছে, পরিচালক সৃজিত মুখার্জির পোস্ট। ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন একটু বদলে দিয়ে বলেছেন, "কালের যাত্রার ধোনি শুনিতে কি পাও?" সত্যিই তাই! নিজের সেরাটুকু দিয়ে চেন্নাইকে জেতালেন। মাঠজুড়ে তখন মুম্বইয় চেন্নাইয়ের ফ্যানদের পার্থক্য ঘুঁচে গেছে। সবার মুখে একটাই নাম, ওয়ার্ল্ড বেস্ট ফিনিশার এমএস ধোনি।