আইপিএলের কিছু অদ্ভুত বিষয়

তুফান সিংহরায়
প্রকাশিত: 18/09/2020   শেষ আপডেট: 18/09/2020 3:36 a.m.
IPLT20.com

এগুলো নিয়ে খুব আলোচনা হয়নি... আপনিও ভাবেননি

কাল থেকে শুরু আইপিএল। এখন যদি আপনার বন্ধু আপনার কাছে জানতে চায় কোন খেলোয়ার সবথেকে বেশিবার দল বদলেছে? কিংবা সবথেকে বেশিদিন একই টিমে খেলেছে কে? গুগল করতে হবে আপনাকে? কি দরকার! জেনে নিন এমন অনেক তথ্য...

  • এম এস ধোনি সবথেকে বেশিবার ফাইনাল খেলেছেন।

  • দিল্লি ক্যাপিটাল একমাত্র টিম যারা কখনও আইপিএল খেলেনি।

  • অ্যারেন ফিঞ্চ সবথেকে বেশিবার দল বদলানো খেলোয়াড়।

  • আইপিএল শুরু থেকে এখনও একই টিমে খেলে যাওয়া একমাত্র প্লেয়ার বিরাট কোহলি

  • পোলার্ড, মালিঙ্গা এবং ডিভিলিয়ার্স - শুধু এই তিনজন বিদেশি খেলোয়ার একই দলের হয়ে ১০০ র বেশি ম্যাচ খেলেছেন।

  • মুস্তাফিজুর রহমান একমাত্র অ-ভারতীয় খেলোয়াড় হিসাবে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন।

  • অনিল কুম্বলে আইপিএল ফাইনালে হেরে যাওয়া টিম থেকে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া একমাত্র প্লেয়ার।

  • জাহির খান - আইপিএলের প্রথম ম্যাচ এবং ৫০০ তম ম্যাচ দুটোই খেলেছেন।

  • নিজে হ্যাটট্রিক করেছেন আবার অন্য কারো হ্যাটট্রিকে আউট হয়েছেন এমন একমাত্র খেলোয়ার রোহিত শর্মা

  • শচীন টেন্ডুলকার প্রথম ভারতীয় হিসাবে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন।