আইপিএল -এর শেষ ১২ বছরের কিছু মজার তথ্য
আইপিএল শুরুর আগে যেগুলো আপনাকে জানতেই হবে
আইপিএল শুরু হতে মাঝে আর দুদিন। নিজের নলেজ আরেকটু বাড়িয়ে নিলে খেলা দেখার সময় হওয়া আড্ডায় আপনাকে কেউ ছাপিয়ে যেতে পারবে না...
জেনে নিন শেষ ১২ বছরের কিছু বিশেষ রেকর্ড
-
সর্বোচ্চ টিম স্কোর - ২৬৩/৫ ( ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে করেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর )
-
সর্বনিম্ন টিম স্কোর - ৪৯/১০ ( ২০১৭ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করেছিল কলকাতার বিরুদ্ধে)
-
একটা ম্যাচে দুটো টিম মিলিয়ে সর্বোচ্চ রান - ৪৬৯ ( ২০১০ সালে চেন্নাই বনাম রাজস্থান )
-
একটা ম্যাচে দুটো টিম মিলিয়ে সর্বনিম্ন রান - ১৩৫ ( ২০১৭ সালে দিল্লি বনাম পাঞ্জাব )
-
সর্বোচ্চ জেতার হার - সিএসকে (৬১.২৮%)
-
সবথেকে বেশি ম্যাচ জিতেছে - মুম্বাই ইন্ডিয়ান্স (১০৭ টি)
-
সবথেকে বেশি ম্যাচ হেরেছে - দিল্লি (৯৭ টি)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি জিতেছেন - এম এস ধোনি ( ১০৪ টি ম্যাচ)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি হেরেছেন - বিরাট কোহলি ( ৬৯ টি ম্যাচ)
-
সবথেকে বেশি ম্যাচ খেলেছেন - সুরেশ রায়না (১৯৩ টি)
-
ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন - এম এস ধোনি ( ১৭৪ টি)
-
সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ - ২২৯ রান। ( ২০১৭ সালে আরসিবির বিরাট কোহলি এবং এ বি ডিভিলিয়ার্সের মধ্যে)
-
সর্বোচ্চ বার ম্যান অফ দ্যা ম্যাচ - ক্রিস গেইল ( ২০ বার)