ফাইট সায়নী, ফাইট! বাঙালি কন্যার বিশ্বজয়, মলোকাই চ্যানেল জয় করে রেকর্ড গড়লেন সায়নী দাস
কোটি কোটি ভারতবাসীর কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত
কবি অমিতাভ দাশগুপ্ত তাঁর 'খো খো' কবিতায় বলেছিলেন, "খেলার পাতায় সেই মেয়েটির/স্বপ্ন ছেপে রেখো।" না, এ খো খো নয়, সাঁতার। সাঁতারে বিশ্বজয় করলেন বাঙালি কন্যা সায়নী দাস (Sayani Das)। ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন সায়নী। সুদূর মার্কিন মুলুকে 'অপ্রতিরোধ্য' মলোকাই চ্যানেল (Molokai Channel) জয় করে নতুন নজির গড়লেন বাঙালি সাঁতারু সায়নী দাস।
গত ২৮ মার্চ মার্কিন মুলুকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সায়নী। এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, "এবারের লক্ষ্য হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, প্রত্যেকবারের মতো এবারেও যেন সফল ভাবে মলোকাই চ্যানেল অতিক্রম করে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে আসতে পারি।" হ্যাঁ, সায়নী তা করে দেখালেন। বাঙালি কন্যা সমস্ত প্রতিরোধ টপকে পৌঁছে গেলেন নিজের লক্ষ্যে।
আগে পৌঁছে গেলেও তিনি জলে নামার অনুমতি পাননি। মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। তবে সায়নীর প্রস্তুতিতে কোন খামতি ছিল না। অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণ। আগেই জানিয়েছিলেন, "ভারতীয় সময় অনুযায়ী ২৮ এপ্রিল সকাল ৯:৩০ -১০:০০ আমি মলোকাই চ্যানেলের জলে নামবো। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি সফলভাবে মলোকাই চ্যানেল করতে পারি।" আর তিনি সফল হলেন। তৈরি হল ভারতের সাঁতারের ইতিহাসে এক নতুন রেকর্ড।
এর আগেও তিনি ইংলিশ চ্যানেল, রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয় করেছেন। এবার মলোকাই চ্যানেল জয় করে নতুন রেকর্ড গড়লেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও কালনা শহরের বারুইপাড়া এলাকার কন্যা সায়নী থেমে থাকেননি। নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে গেছেন আরও সামনের দিকে। পাশে পেয়েছেন বাবা তথা কোচ রাধেশ্যাম দাসকে। বাঙালির আজ গর্বের দিন। কোটি কোটি ভারতবাসীর কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত।