করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সচিন তেন্ডুলকর, টুইট করে জানালেন নিজেই
২৭ মার্চ মাস্টারব্লাস্টারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল
ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল তারকা মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। তারপর এক সপ্তাহ হওয়ার আগে আজ অর্থাৎ শুক্রবার সচিন হাসপাতালে ভর্তি হয়েছে। এই কথা তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, "আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শ জন্য আজ হাসপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসবো। সবাই নিজের যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন।" এছাড়াও তিনি তার টুইটে আজকের বিশেষ দিনের কথা মনে করিয়ে দিয়েছেন। আজ থেকে ঠিক ১০ বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত শ্রীলংকার বিরুদ্ধে খেলে বিশ্বকাপ জিতে নিয়েছিল। তিনি সতীর্থদের তা মনে করিয়ে বলেছেন, "আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় এবং আমার সতীর্থদের আমি অভিনন্দন জানাই।"
এছাড়াও সচিন তেন্ডুলকর জানিয়েছেন যে তার সাথে তার পরিবারের সকলের করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তাদের সবার নেগেটিভ রিপোর্ট এসেছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার কথা খবরের শিরোনামে আসছে। মহারাষ্ট্রে যে করোনার সেকেন্ড ওয়েভ চলে এসেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মহারাষ্ট্রজুড়ে সরকার সংক্রমণ আটকানোর জন্য বিভিন্ন নয়া নিয়মকানুন আনছে।