পরপর হার ব্যাঙ্গালোরের, বিরাট কোহলি দলে কেন প্রশ্ন নেটিজেনদের
জয়ের ধারা অব্যাহত, ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান
টাটা আইপিএল ২০২২ এ শুরুটা বেশ ভালো করলেও, হঠাৎ করেই শেষ কয়েকটি ম্যাচে বিরাট ছন্দপতন হল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পরপর দুটি ম্যাচ জয়ের পর আগেরদিন সানরাইজার্স হায়দরাবাদের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়ে ব্যাঙ্গালোর। আজ মঙ্গলবার পুনেতে হারের ধারা অব্যাহত রেখে ফের রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হল ফ্যাফ ডু প্লেসির ব্যাঙ্গালোর। মাত্র ১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আরসিবি শিবির। ২৯ রানে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।
ম্যাচে আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে নেমে প্রথমেই আরসিবি বোলারদের দাপটে ধরাশায়ী হন একের পর এক রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান। কিন্তু কঠিন সময়ে দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। তিনি ২১ বলে ২৭ রান করেন। এছাড়া রিয়ান পারাগ এক অসম্ভব সুন্দর ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাত্র ৩১ বলে ৫৬ রান করেন তিনি। পারাগের দৌলতে রাজস্থান রয়্যালস ৮ উইকেট খুইয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান করে।
১৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আরসিবি শিবিরের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে আজকেও তিনি ব্যর্থ। ১০ বলে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। তারপর অল্প বিস্তর সকলে চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ১১৫ রানে অলআউট হয়ে যায় আরসিবি শিবির। এই ম্যাচের পর ৮ টি ম্যাচে ৬ টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অন্যদিকে ৯ টি ম্যাচ খেলে ৫ টি ম্যাচে জিতে ৫ নম্বর স্থানে রয়ে গেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।