সপ্তম ম্যাচের পরেও জয় না পেলেও আশার আলো ইস্টবেঙ্গল শিবিরে
দুবার পিছিয়ে থেকেও চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ড্র করলো ইস্টবেঙ্গল
সপ্তম ম্যাচের পরেও জয় পেলো না এসসি ইস্টবেঙ্গল। কিন্তু যত দিন গড়াচ্ছে দলের উপর প্রত্যাশা আরও বাড়ছে কর্মকর্তা সমর্থকদের। শনিবার দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে যে ফুটবল উপহার দিলো ইস্টবেঙ্গল ফুটবলাররা তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। দুবার পিছিয়ে পড়েও ড্র করলো ইস্টবেঙ্গল।
খেলার ১৩ জাকুবের পাস থেকে গোল করে চেন্নাইয়িন এফসি-কে এগিয়ে দেন চাঙ্গতে। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে ৩ টি গোল হয়। ৫৯ মিনিটে বিকাশ জাইরুর কর্ণার থেকে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান মাত্তি স্টেনম্যান। কিন্তু ৬৪ মিনিটে রহিম আলির গোলে আবার লিড পায় চেন্নাইয়িন এফসি। ৬৮ মিনিটে স্টেনম্যানের করা গোলে ২-২ গোলের সমতায় পৌঁছায় ইস্টবেঙ্গল।
আজকের ড্রয়ের পর ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চেন্নাইয়িন এফসি।