লড়াই করেও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়লো ওড়িশা, জয়ে ফিরলো জামশেদপুর
এদিনের ম্যাচের ৪০ মিনিটের মাথায় প্রথম গোলটি করে দেন জামশেদপুর স্ট্রাইকার মোবাশির
জামশেদপুর এফসি র বিরুদ্ধে আবারো পরাজয় স্বীকার করতে হলো ওড়িশা এফসি কে। এদিনকার ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেও ১-০ গোলে হেরে মাঠ ছাড়লো ওড়িশা। এই ম্যাচে হারার পরে মোট ৮টি ম্যাচে পরাজয় স্বীকার করে লিগ তালিকায় সবার শেষে রয়েছে ওড়িশা। অন্যদিকে টুর্ণামেন্টে সর্ব মোট ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর। ম্যাচের প্রথমার্ধে থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ প্রতিআক্রমণ এ বারবার জামশেদপুর এফসি কে সমস্যায় ফেলেছে উড়িষ্যা এফসি। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না।
ম্যাচের ৪০ মিনিটের মাথায় উড়িষ্যা এফসি বক্সের বাইরে একটি ফ্রি-কিক জোগাড় করে নেয় জামশেদপুর। সেই পজিশন থেকে মোবাশির রহমান একদম সোজা কিকে বল জালে জড়িয়ে দেন। ফলে প্রথমার্ধেই এগিয়ে যায় জামশেদপুর এফসি। তারপর সেই গোল শোধ দেবার মরিয়া চেষ্টা করলেও প্রথমার্ধে সেই গোল শোধ করা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই আক্রমণ বাড়াতে শুরু করে ওড়িশা। পাল্টা হিসেবে গতিশীল ফুটবল খেলতে শুরু করে জামশেদপুর। উড়িষ্যার গোলরক্ষক দক্ষতার সাথে সমস্ত বল সেভ করলেন। ম্যাচের ৭০ মিনিটের মাথায় গোল করার একটি বড়সড় সুযোগ পায় উড়িষ্যা এফসি। কিন্তু তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রাম্পাংযৌভা। ফলে উড়িষ্যা এফসিকে শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয়।