পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

তুফান সিংহরায়
প্রকাশিত: 11/11/2020   শেষ আপডেট: 11/11/2020 6:15 a.m.
twitter @mipaltan

প্রথমবার ফাইনালে উঠেও শেষরক্ষা হলো না দিল্লির

সাধে বলে চ্যাম্পিয়ন টিম! মুম্বাই ইন্ডিয়ান্স আবার প্রমাণ করে দিলো তারা কেনো আইপিএলের সেরা টিম। পঞ্চমবারের জন্য আইপিএলের ট্রফি গেলো রোহিতদের ঘরে। অন্যদিকে ১৩ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো না দিল্লি। দিল্লি ইনিংসের শুরুতেই তাদের শিরদাঁড়া ভেঙে দেয় মুম্বাইয়ের বোলাররা। পরে অধিনায়ক শ্রেয়শ আইয়ার এবং ঋষভ পান্থ লড়াই চালিয়ে দলের স্কোর ১৫৬ পর্যন্ত নিয়ে যায়। কিন্তু চেজ করতে নেমে কখনই চাপে পড়েনি মুম্বাই। একপেশে ভাবেই ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।

স্কোরবোর্ড

দিল্লি ক্যাপিটালস - ১৫৬/৭ (২০) শ্রেয়শ আইয়ার - ৬৫(৫০) ট্রেন্ট বোল্ট - ৪-০-৩০-৩

মুম্বাই ইন্ডিয়ান্স - ১৫৭/৭ (১৮.৪) রোহিত শর্মা - ৬৮(৫১) অনরিচ নখিয়া - ২.৪-০-২৫-২

ম্যাচের সেরা - ট্রেন্ট বোল্ট।