কারুর অধিকার নেই শিশুদের হুমকি দেওয়ারঃ জিভা ধর্ষণ-হুমকিতে ট্যুইট ইরফানের
ধোনি পরিবারের পাশে গোটা দেশ, নেটিজেনদের তুমুল প্রতিক্রিয়া
মহেন্দ্র সিং ধোনির এক সময়ের ময়দানের সতীর্থ ইরফান পাঠান এবার মুখ খুললেন জিভা ধোনিকে দেওয়া ধর্ষণের হুমকির প্রতিবাদে। গতকাল সন্ধ্যায় ইরফান ট্যুইটারে লেখেন, "সব খেলোয়াড়রাই মাঠে তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবু কখনও কখনও সব ঠিকঠাক কাজ করেনা। কিন্তু তাতে কারুর অধিকার জন্মে যায়না, একটি শিশুকে হুমকি দেওয়ার"।
আরও পড়ুন
চলতি আইপিএল মরসুমের শুরু থেকেই নিজের চেনা ছন্দে নেই মাহি। পরপর ব্যর্থতার পর বুধবার কলকাতার নাইট রাইডার্সের সাথে খেলায় হেরে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে যান কিছু ব্যক্তি। জিভা ধোনিকে ধর্ষণের হুমকি দিতেই সারা দেশ জুড়ে নেটিজেনরা সরব হয়ে ওঠেন। ইতিমধ্যেই উঠেছে দোষীদের গ্রেপ্তারের দাবী।