৮ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত KKR এর বোলিং কোচ স্ট্রিক, অভিযোগ ম্যাচ গড়াপেটার
২০২৯ সালের ২৮ মার্চ ফের ক্রিকেটে ফিরতে পারবেন হিথ স্ট্রিক
জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন বোলিং প্রশিক্ষক হিথ স্ট্রিক সম্প্রতি ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন ম্যাচ গড়াপেটার দায়ে। আইসিসি তার বিরুদ্ধে ৫ টি অভিযোগ তুলেছিল এবং তিনি তা সব স্বীকার করে নেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল অবধি তিনি জিম্বাবোয়ের বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময় ম্যাচ গড়াপেটা সংক্রান্ত দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে জানা গিয়েছে, ২০২৯ সালের ২৮ মার্চ ফের ক্রিকেটে ফিরতে পারবেন হিথ স্ট্রিক।
ঘটনা প্রসঙ্গে আইসিসি ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, "স্ট্রিক একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার এবং জাতীয় দলের কোচ ছিলেন। কিন্তু তিনি দুর্নীতি দমনের বিভিন্ন বৈঠকে একাধিকবার নিয়ম লঙ্ঘন করতেন। ইচ্ছাকৃত তদন্তে দেরি করেছেন তিনি।" তবে আইসিসির পক্ষ থেকে এও জানানো হয়েছে যে একাধিকবার নিয়ম লঙ্ঘন করলেও তিনি কোন ম্যাচে দুর্নীতি করতে পারেননি। প্রসঙ্গত উল্লেখ্য, জিম্বাবোয়ে ক্রিকেট টিমের হয়ে স্ট্রিক ৬৫ টি টেস্ট ও ১৮৯ টি একদিনের ম্যাচ খেলেছেন। তার নামে রয়েছে ৪৯৩৩ আন্তর্জাতিক রান ও ৪৫৫ টি উইকেট।