আইপিলের ইতিহাসে কোন বিষয়ে কে প্রথম?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/09/2020   শেষ আপডেট: 09/09/2020 8:31 p.m.
iplt20.com

আইপিএল শুরু হতে আর মাত্র ৭ দিন। শুরুর আগে বাড়িয়ে নিন আইপিএল বিষয়ে আপনার নলেজ

আইপিএল শুরু হয় ২০০৮ সালে সেটা সবারই জানা। তখন সেটা ডিএলএফ আইপিএল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া প্রথম ফাইনালে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শেন ওয়ার্নের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস্ সেটাও জানেন অনেকেই। কিন্তু আইপিএলের কোন বিষয়ে কে প্রথম সেটা কি জানা আছে আপনার? আসুন দেখে নেওয়া যাক ১২ বছরের আইপিএলের ইতিহাসে কোন কোন বিষয়ে কে প্রথম...

  1. প্রথম ম্যাচ - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স (আরসিবি-র হোম গ্রাউন্ড এম চেন্নাস্বামী স্টেডিয়ামে)
  2. প্রথম টস জেতা - রাহুল দ্রাবিড (আরসিবি)
  3. প্রথম বল করেন - প্রবীণ কুমার (আরসিবি)
  4. প্রথম ব্যাট - সৌরভ গাঙ্গুলি (কেকেআর)
  5. প্রথম চার মারেন - ব্রাণ্ডাম ম্যাকুলাম (কেকেআর)
  6. প্রথম ছয় মারেন - ব্রাণ্ডাম ম্যাকুলাম
  7. প্রথম শতরান - ব্রাণ্ডাম ম্যাকুলাম (১৫৮*)
  8. প্রথম উইকেট - জাহির খান (সৌরভের উইকেট)
  9. প্রথম ক্যাচ - জ্যাক ক্যালিস (সৌরভের ক্যাচ)
  10. প্রথম রান আউট - আরসিবির আশলে নফকে কে আউট করেন কেকেআরের অজিত আগরকর ও ঋদ্ধিমান সাহা
  11. প্রথম ম্যাচ জেতা - কেকেআর (১৪০ রানে)
  12. প্রথম ম্যান অফ দ্যা ম্যাচ - ব্রাণ্ডাম ম্যাকুলাম
  13. প্রথম সুপার ওভার - কেকেআর বনাম রাজস্থান (২০০৯ সালের আইপিএলে)
  14. প্রথম হ্যাটট্রিক - সিএসকের হয়ে বালাজি, পাঞ্জাবের বিরুদ্ধে (২০০৮ সালে)
  15. প্রথম ম্যান অফ দ্যা সিরিজ - শেন ওয়ার্ন (রাজস্থান রয়্যালস্)