১৯ তারিখে শুরু IPL উৎসব... তার আগে বাড়িয়ে নিন নিজের নলেজ

তুফান সিংহরায়
প্রকাশিত: 11/09/2020   শেষ আপডেট: 12/09/2020 8:04 p.m.
লাসিথ মালিঙ্গা

আইপিএলের কিছু বোলিং এবং উইকেট কিপিং রেকর্ড আপনার জন্য

২০-২০ খেলা বরাবরই ব্যাটসম্যানদের পক্ষে সুবিধার। কিন্তু খেলা দেখার অভিজ্ঞতা থেকে খুব ভালো করেই জানেন বল হাতে কটা ভালো ওভার কিংবা একটা অসাধারন স্ট্যাম্পিং বা দুটো মারাত্মক ক্যাচ পুরো খেলার ছবি পাল্টে দিতে যথেষ্ট। আসুন দেখে নিই আইপিএলের আগের ১২ বছরে হয়ে থাকা বোলিং, কিপিং এবং ফিল্ডিং নিয়ে আইপিএলের কিছু রেকর্ড...

বোলিং-এর রেকর্ড

  • সবথেকে বেশি উইকেট – লাসিথ মালিঙ্গা ( ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট )
  • বেস্ট বোলিং ফিগার – আলজারি জোসেফ ( ৩.৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৬ উইকেট। মুম্বাইয়ের হয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে )
  • বেস্ট বোলিং অ্যাভারেজ – কাগিসো রাবাদা (১৭.৯৬)
  • বেস্ট ইকোনমি – রাসিদ খান (৬.৫৫)
  • সবথেকে বেশি মেডেন ওভার – ইরফান পাঠান (১৪ টি)
  • সবথেকে বেশি ডট বল – হরভজন সিং (১২৪৯ টি)
  • একটা ম্যাচে সবথেকে বেশি রান দিয়েছেন – বাসিল থাম্পি ( ৪ ওভারে ৭০ রান- ২০১৮ সালে হায়দ্রাবাদের হয়ে আরসিবির বিরুদ্ধে )
  • এক বছরে সবথেকে বেশি উইকেট – ডিজে ব্র্যাভো ( ৩২ টি – ২০১৩ সালে সিএসকের হয়ে)
  • সবথেকে বেশিবার হ্যাট্রিক – অমিত মিশ্র (৩ বার)

কিপিং এবং ফিল্ডিং-এর রেকর্ড

  • সবথেকে বেশি ক্যাচ (কিপার) – দীনেশ কার্তিক (১০১ টি)
  • সবথেকে বেশি ক্যাচ (ফিল্ডার) – সুরেশ রায়না (১০২ টি)
  • সবথেকে বেশি স্ট্যাম্পিং – এম.এস. ধোনি (৩৮ টি)