রোহিত বনাম বিরাট লড়াইয়ের ফয়সালা সুপার ওভারের শেষ বলে
জলে গেলো ঈশানের লড়াকু ৯৯। ম্যাচ জিতে নিলো আরসিবি
আইপিএলের দশম ম্যাচেই আবার সুপার ওভার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ গড়ালো সুপার ওভারে। প্রথমে ব্যাট করে নিজেদের ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০১ রান করে আরসিবি। দুই ওপেনার দেবদূত পাডিক্কাল এবং আর্যন ফিঞ্চ হাফ সেঞ্চুরি করে ভালো স্টার্ট দেয় আরসিবিকে। পরে এ বি ডিভিলিয়ার্স এবং শিভম দুবের ব্যাটে ভর করে ২০০ টপকায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ঈশান কিষানের ৫৮ বলে ৯৯ এবং পোলার্ডের ২৪ বলে ৬০ রানের সুবাদে মুম্বাইও ৫ উইকেটের বিনিময়ে ২০১ রানে শেষ করে তাদের ইনিংস।
আরও পড়ুন
সুপার ওভারে মুম্বাইকে ৭ রানে আটকে দেয় নভদীপ সাইনি। ফলে এবিডি এবং বিরাট কোহলির অসুবিধা হয়নি ম্যাচ জিততে। যদিও ৮ রানও প্রায় আটকে দিয়েছিলো বুমরাহ। কিন্তু শেষ বলে চার মেরে ম্যাচ বের করে নেন বিরাট। ২৪ বলে ৫৫ রান করে ম্যাচের সেরা এ বি ডিভিলিয়ার্স।
আরও পড়ুন