টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে ম্যাচ বের করে নিলেন রাহুল-রিয়ান
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারালো রাজস্থান রয়্যালস
১২ ওভারের মাথায় ৭৮ রানে ৫ উইকেট। ৪৮ বলে ৮১ রান বাকি তখনও। ক্রিজে দুজন তরুণ ব্যাটসম্যান। তাদের পর সেইভাবে কোনো ব্যাটসম্যানও নেই। কিন্তু এই দুই তরুণ চাপের মধ্যে দায়িত্ব নিয়ে ম্যাচ বের করে নিলেন। রিয়ান পরাগ এবং রাহুল তেওয়াটিয়া। ১ বল বাকি থাকতে ছয় মেরে ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের হয়ে মণীশ পাণ্ডের অর্ধ শতরান। ডেভিড ওয়ার্নারের ৪৮ কোনো কাজে এলো না।
আরও পড়ুন
স্কোরবোর্ড: সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫৮/৪ (২০.০); মণীশ পাণ্ডে - ৫৪(৪৪); জোফরা আর্চার - ৪-০-২৫-১
রাজস্থান রয়্যালস ১৬৩/৫ (১৯.৫); রাহুল তেওয়াটিয়া - ৪৫*(২৮); রাশিদ খান - ৪-০-২৫-২
ম্যাচের সেরা - রাহুল তেওয়াটিয়া।