সুযোগ তৈরি হয়েও শেষরক্ষা হলো না কলকাতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/10/2020   শেষ আপডেট: 04/10/2020 12:47 p.m.
-

২২৯ রান তাড়া করতে গিয়ে পৌঁছানো গেল ২১০ অবধি

এইবার আইপিএলে শারজাতে খেলা হলেই রানের বন্যা দেখা যাচ্ছে। কলকাতা বনাম দিল্লি ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। দুটো ইনিংস মিলিয়ে হলো মোট ৪৩৮ রান! কলকাতা হারলো ১৮ রানে। প্রতিদিন ব্যর্থ হতে থাকা সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো কিংবা রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানকে ৮ নম্বরে ব্যাট করতে নামানো, এমন কিছু সিদ্ধান্ত এবং বাজে ডেথ বোলিংয়ের জন্যই হয়তো ম্যাচ বেরিয়ে গেলো কলকাতার হাত থেকে।

ম্যাচের স্কোর:

দিল্লি ক্যাপিটালস ২২৮/৪ (২০.০) শ্রেয়স- ৮৮(৩৮) রাসেল- ৪-০-২৯-২

কলকাতা নাইট রাইডার্স ২১০/৮ (২০.০) নীতিশ রানা- ৫৮(৩৫) নটর্জে- ৪-০-৩৩-৩

ম্যাচের সেরা- শ্রেয়স আইয়া