ইনস্টাগ্রাম থেকে অধিক উপার্জনের তালিকায় বিরাট কোহলি, জেনে নিন টাকার অঙ্ক
ভারতীয় হিসাবে Hopper Instagram Rich List প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) যে বেশ জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। তাঁর কভার ড্রাইভ শটের দিওয়ানা গোটা বিশ্ববাসী। ভারতীয় ক্রিকেটের উন্নয়নের চালিকাশক্তি বলা যেতে পারে কিং কোহলিকে। ক্রিকেট জগতে খ্যাতনামা এই ক্রিকেটার সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামেও (Instagram) ব্যাপক জনপ্রিয়। ভারতীয় হিসাবে Hopper Instagram Rich List প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ইনস্টাগ্রামে ১২৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি প্রত্যেকটি ইনস্টাগ্রামের প্রমোশনাল পোস্টে ভারতীয় মুদ্রায় ৫ কোটি ১০ লাখ টাকা আয় করেন। এই তালিকায় গতবছর বিরাট কোহলি ২৩ নম্বর স্থানে ছিলেন। চলতি বছরে তিনি রয়েছেন ১৯ নম্বর স্থানে। ভারতীয় হিসাবে এই তালিকায় ২৭ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর প্রায় ৬৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং প্রত্যেক পোস্ট করে তিনি ৩ কোটি টাকা আয় করেন।
বিরাট কোহলির খেলাধুলা ও ইনস্টাগ্রাম ছাড়াও নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড Wrogn আছে। বর্তমানে ভারতীয় অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ ১১৯ মিলিয়ন ডলার। অন্যদিকে ওই তালিকার শীর্ষস্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে একটি স্পন্সর পোস্ট করে রোনাল্ডোর আয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। একটি মাত্র পোস্ট করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতীয় মুদ্রায় ১১ কোটি ৯৫ লাখ টাকা উপার্জন করেন। অন্যদিকে তালিকার সপ্তমে থাকা লিওয়েন মেসি প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট করে ৮ কোটি ৭১ লাখ টাকা আয় করেন।