বিরাট প্রত্যাবর্তন! চিপকেতে ভারতীয় স্পিনারের দাপটে ধরাশয়ী ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/02/2021   শেষ আপডেট: 16/02/2021 3:07 p.m.
চিপকেতে বিরাটবাহিনি twitter@imVkoholi

ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারত ৩১৭ রানে জিতেছে

ঠিক যেন অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তি ঘটল আজকের চেন্নাইয়ে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটারদের। এরকমভাবে ঠিক তিন বছর আগে বেঙ্গালুরু। তারপর মাস কয়েক আগে মেলবোর্ন এবং আজ চেন্নাইতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করল বিরাটবাহিনী। আজকে প্রত্যাবর্তনের লড়াকু মনোভাব নিয়ে ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে পরাজিত করেছে। দ্বিতীয় টেস্টে ভারত জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। সেইসাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

ইংল্যান্ড আজ ভারতের দেওয়া ৪৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই মাত্র ৫৩ রানের বিনিময়ে ৩ উইকেট খুইয়ে বসে। তার ওপর চতুর্থ দিনে সকাল থেকেই ভারতীয় স্পিনাররা তাদের ভেলকিতে ধরাশায়ী করেছিল রুট এন্ড কোম্পানিকে। আজকের চিপকেতে দেখা গিয়েছে অক্ষর প্যাটেল ম্যাজিক। সে দ্বিতীয় ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫ টি উইকেট নিয়েছে যাতে আছে জো রুটের উইকেট। অক্ষর প্যাটেল সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। সে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছে। এছাড়াও কুলদীপ যাদবের ঝুলিতে ২ ক্রিকেট। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং। এই ম্যাচের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত এবং চতুর্থ স্থানে নেমে গেল ইংল্যান্ড। ভারতকে দ্বিতীয় স্থান ধরে রাখতে পরের দুটি ম্যাচে জিততে হবে।