বিরাটের শততম টেস্টে বিরাট জয় ভারতের, একাধিক রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2022   শেষ আপডেট: 06/03/2022 5:27 p.m.
twitter.com/BCCI

এক টেস্টে ১৫০ এর বেশি রান ও ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন স্যার জাদেজা

মোহালির মাঠে শ্রীলঙ্কাকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিল ভারত। ঋষভ পন্থ থেকে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন প্রত্যেকেই নিজেদের পারফরম্যান্সের ছাপ রাখলেন এই ম্যাচে। লঙ্কাবাহিনীকে কার্যত একপেশে ভাবে হারিয়ে কোহলির শততম টেস্ট চিরস্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। সদ্য টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছেন ভারত।

মোহালির প্রথম টেস্টেও নিজেদের দাপট দেখাল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের দুই ওপেনার রোহিত এবং ময়াঙ্ক দ্রুত রান তোলেন। রোহিত আউট হলে ক্রিজে আসেন হনুমা বিহারী। তিন নম্বরে নেমে ৫৮ রান করেন তিনি। নিজের শততম টেস্টে বিরাট করেন ৪৫ রান। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রান করেন। বলাবাহুল্য, একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। এরপর মোহালির পিচে শুরু হয় স্যার জাদেজার কেরামতি। ২২৮ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫৭৪ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত।

জাদেজার এই ঝড়ো ইনিংসের জেরে নতুন রেকর্ড গড়লেন তিনি। একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেটের কৃতিত্ব এর আগে রয়েছে দুই ভারতীয় ক্রিকেটারের। বিনু মানকর এবং পলি উমরিগড়, এই রেকর্ড গড়েছিলেন। তাঁদের কীর্তি স্পর্শ করেন জাদেজা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথমেই পরপর উইকেট হারায় লঙ্কাবাহিনী। অশ্বিন-জাদেজা শুরুতেই মাজা ভেঙ্গে দেয় শ্রীলঙ্কার। তবে প্রথম ইনিংসে মাটি কামড়ে পরে থাকেন পাথুম নিশাঙ্কা।

প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের পাঁচ উইকেট নেন জাদেজা।শেষপর্যন্ত নট আউট থাকেন নিশাঙ্কা (৬১)। এরপর ফলো অন করে ভারত। দ্বিতীয় ইনিংসে নিরোশান ডিকওয়েলা (৫১) বাদে কেউই ভালো খেলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নেন জাদেজা এবং অশ্বিন। মহম্মদ শামি নেন ২ উইকেট। এদিন একইসঙ্গে রেকর্ড গড়েন রবীচন্দ্রন অশ্বিন। এদিন কপিল দেবের রেকর্ড ভেঙ্গে অশ্বিন হয়ে যান ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি টেস্ট উইকেট সংগ্রহকারী বোলার (৪৩৫)। অবশেষে এক ইনিংস এবং ২২২ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত।