ICC Women's World Cup : ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/03/2022   শেষ আপডেট: 16/03/2022 10:02 a.m.
https://twitter.com/cricketworldcup

যদিও বোলিংয়ের শুরুতেই ইংল্যান্ডের মূল্যবান দুটি উইকেট তুলে নিয়েছেন ঝুলনরাও

২০২২ আইসিসি মহিলা বিশ্বকাপটা (ICC Women's World Cup) দারুন শুরু করেছিল ভারত। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামীদের দাপটে দুরমুশ হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি। যদিও বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের সামনে কার্যত নখদন্তহীন বাঘের মতো দেখালো ভারতের ব্যাটিং লাইন আপকে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যত রানে জিতেছিলেন, সেই রানও তুলতে পারলেন না ভারতের মেয়েরা।

আজকের ম্যাচে ভারত ৩৬.২ ওভার ব্যাটিং করে কেবলমাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায়। ভারতীয় বেটারদের মধ্যে সর্বোচ্চ রান স্মৃতি মন্ধানার সংগ্রহে। ৫৮ বলে ৩৫ রান করেন স্মৃতি। বাংলার মেয়ে এবং ভারতীয় দলের উইকেটকিপার রিচা ঘোষ করেন ৩৩ রান। এছাড়া টেলএন্ডার ঝুলন গোস্বামীর ২০ রান ছাড়া বাকি কারোর অবদানই বলার মত নয়। হরমনপ্রীত কৌরের সংগ্রহে মাত্র ১৪ রান। মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ কেবলমাত্র ১ রান করেছেন আজ।

অন্যদিকে ইংল্যান্ডের বোলারদের মধ্যে চার্লি ডিনের একার সংগ্রহেই চারটি উইকেট। ৮.২ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন তিনি। তাঁর ইকোনোমি লেট কেবল ২.৭৬। ২ টি উইকেট পান অ্যানয়া শ্রাবসোল।

তবে এখানেই শেষ নয়, বোলিংয়ে নেমে ইতিমধ্যেই নিজেদের যাদু দেখাতে শুরু করেছেন ভারতের বোলাররাও। প্রথম ৩ ওভারের মধ্যেই ইংল্যান্ডের দুটি উইকেট তুলে নিয়েছে ভারত। ইংল্যান্ড ওপেনার ডেনি ওয়াটের উইকেট তুলে নিয়েছেন মেঘনা সিং। ইংল্যান্ডের তারকা ওপেনার ট্যামি বিউমন্টের উইকেটটি ছিনিয়ে নিয়ে নিজের ২৫০তম উইকেটটি সংগ্রহ করেছেন ঝুলন গোস্বামী। ফলে ভারতের আশা যে একেবারেই শেষ, এখনই সে কথা কোনমতেই বলা যায় না। হয়তো লো স্কোরিং এই ম্যাচের যে কোন মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন ভারতের মেয়েরা।