ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ : ফের শ্রেয়াস ‘ম্যাজিক’, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
রোহিতের অধিনায়কত্বে অপ্রতিরোধ্য ভারত
ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের (India-Sri Lanka T-20 series) তৃতীয় এবং শেষ ম্যাচেও বজায় রইল ভারতের বিজয়রথ। সেইসাথে রোহিত শর্মার নেতৃত্বে টানা তিন সিরিজে (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ, টি-২০ সিরিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ) বিপক্ষকে হোয়াইটওয়াশ করল ভারত। শেষ ম্যাচেও ব্যাট হাতে দুর্ধর্ষ শ্রেয়াস আইয়ার। নজরকাড়া ব্যাটিং শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শাঙ্কারারও। এদিন শ্রীলঙ্কার করা ১৪৬ রানের জবাবে বল এবং উইকেটে হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
ধর্মশালায় তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আজকের ম্যাচে ভারতের তরফে খেলছিলেন না ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, ঈশান কিষাণের মতো খেলোয়াড়েরা। তার উপর সিরিজে ছিলেন না বিরাট কোহলি কিংবা ঋশভ পান্থ। যদিও ভাঙা দল নিয়েই প্রথম ওভারের শেষ বলেই শ্রীলঙ্কার ভিত নাড়িয়ে দেন সিরিজে প্রথম খেলা আবেশ খান। দলের মাত্র ১ রানেই তিনি ফেরত পাঠান দানুশা গুনাতিলকাকে (০)। পরের ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরত যান আরও এক ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাও (১)। শ্রীলঙ্কার স্কোরে একমাত্র উল্লেখযোগ্য অবদান রয়েছে অধিনায়ক দানুশ শাঙ্কারার। এদিন মাত্র ৩৮ টি বল খেলে ৯টি চার এবং ২টি বিরাট ছক্কার মদতে ৭৪ রান করেন তিনি। ২২ রান করেন উইকেটরক্ষক দীনেশ চান্দিমালও। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে শ্রীলঙ্কা, যা ধর্মশালার মতো ছোটো মাঠে তাড়া করা বিশেষ কঠিন কাজ ছিল না ভারতের পক্ষে। ভারতীয় বোলারদের মধ্যে ২টি উইকেট পান আবেশ খান।
অন্যদিকে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রোহিত শর্মার (৫) উইকেট হারায় ভারত। পুরো শ্রীলঙ্কা সিরিজ জুড়েই নিম্নমানের প্রদর্শন ‘হিটম্যান’-এর। ১৮ রান করে ফেরত যান সঞ্জু স্যামসনও। তবে এদিনও নিজের মারকাটারি ফর্ম বজায় রাখলেন শ্রেয়াস আইয়ার। এদিনও একটি চোখধাঁধানো অর্ধশতরান তিনি উপহার দিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ৪৫ বলে ৭৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শ্রেয়াস। রান তাড়া করতে তাঁকে যোগ্য সঙ্গ দেন ‘স্যার’ জাদেজাও (১৫ বলে অপরাজিত ২২)। ১৯ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
রোহিত শর্মার নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে এ এককথায় স্বর্ণযুগের সূচনা। টানা তিন সিরিজে হোয়াইটওয়াশ করার অনন্য নজির গড়েছে ভারত। সেইসাথে টানা ১২ টি টি-২০ ম্যাচে জয়লাভ করে আফগানিস্তানের বিশ্বরেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন রোহিতরা। ফলে বলাই যায়, ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজেও রোহিতের নেতৃত্বাধীন ভারতের থেকে প্রত্যাশা যে পর্বতপ্রমান, তাতে কোনও সন্দেহ নেই। এতকিছুর মাঝেও যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন শ্রেয়াস আইয়ার। স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। ১২.২৫ কোটি টাকা খরচা করে কলকাতা নাইট রাইডার্সের (KKR) শ্রেয়াসকে কেনা যে ভুল সিদ্ধান্ত ছিল না, তা প্রমান করেছেন খেলোয়াড় নিজেই। কেকেআরের জার্সি গায়েও তাঁর থেকে একই পারফরমান্সের আশা রাখবেন নাইট রাইডার্স সমর্থকরা।
**ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ - শ্রেয়াস আইয়ার