বিরাটের শততম টেস্ট ম্যাচে ক্রিকেট জ্বরে পুড়ছে মোহালি
মাত্র ৫৭ বলেই ৫০ রান ভারতের
একেই রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে প্রথম টেস্ট। তার উপর ‘কিং’ কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম্যাচ। দুইয়ে মিলে কোনো হাইভোল্টেজ ম্যাচের থেকে কোন অংশে কম নয় আজ থেকে শুরু হওয়া ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট (India - Sri Lanka test series)।
মোহালিতে হওয়া বিশেষ এই ম্যাচ কে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এদিন সকাল থেকেই স্টেডিয়ামের পাশে দেখা যায় তারই প্রতিচ্ছবি। আগেই বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, বিরাট কোহলির শততম টেস্টে মাঠের ঢুকতে পারবেন ৫০ শতাংশ দর্শক। সেইমতো আজ মোহালির বাইরে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের ভিড়। ভারতের পতাকা, টুপি কেনার জন্য দেখা যায় অত্যুৎসাহী সমর্থকরদেরও। মাঠের ভিতরে এবং টিম ইন্ডিয়া ড্রেসিংরুমেও ধরা পড়ে উৎসবের মেজাজ। খেলা শুরুর আগে বিরাট কোহলির হাতে শততম টেস্ট ম্যাচের স্মারক হিসাবে ভারতীয় ক্যাপ তুলে দেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যে প্রসঙ্গে কোহলি বলেছেন, ছোটবেলার নায়কের থেকে ১০০তম টেস্ট ক্যাপ পাওয়া অভিজ্ঞতা সত্যিই অনবদ্য।
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছে ভারত। মাত্র ৫৭ বলেই প্রথম ৫০ রান করেন রোহিত শর্মা-মায়াঙ্ক আগারওয়াল জুটি। যদিও ২৮ বলে ২৯ রান করে আউট হয়ে যান রোহিত এবং ৪৯ বলে ৩৩ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। বর্তমানে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং বিরাট কোহলি। ১৯ ওভারের শেষে ২ উইকেট খুইয়ে ভারতের রান ৮২ । আজ দর্শকদের উৎসাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিরাট কোহলি। বহুদিন ধরেই তার ব্যাটে চলছে রানের খরা। ফলে তাঁর শততম টেস্ট ম্যাচে একটি অসামান্য ইনিংসের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থক এবং বিরাটপ্রেমীরা।