ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ : বিরাট কোহলির ১০০তম টেস্টে দর্শকে ছাড় বিসিসিআইয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/03/2022   শেষ আপডেট: 02/03/2022 12:05 p.m.
মোহালিতে ফের দেখা যাবে রোহিত-কোহলি জুটি https://twitter.com/Imro_fanclub

৫০ শতাংশ দর্শকে ছাড়পত্র প্রথম টেস্টে

৪ মার্চ শুরু হতে চলেছে ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের (India-Sri Lanka Test series) প্রথম ম্যাচ। একধারে এই ম্যাচ দিয়েই যেমন লাল বলের ক্রিকেটে রোহিত জমানা শুরু হবে, তেমনই বিরাট কোহলিরও শততম টেস্ট ম্যাচ এটি। তাই গুরুত্বের বিচারে মোহালিতে হওয়া এই টেস্ট কোন অংশে কম নয়। সে কারণেই এই ম্যাচে ৫০ শতাংশ দর্শকের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)।

এ বিষয়ে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া তার সাক্ষাৎকারে বলেছেন, “বিরাট কোহলির শততম টেস্টে কোনো বিধিনিষেধ থাকবেনা। সরকারের নির্দেশ অনুসারেই বিসিসিআই রাজ্য কমিটিগুলোকে সিদ্ধান্ত নিতে বলেছে। সরকারের নির্দেশ মতোই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মোহালি টেস্টে দর্শক পাবে।” সৌরভ গাঙ্গুলী এও জানান, তিনি নিজে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে এবিষয়ে কথা বলেছেন।

সৌরভের ঘোষণার পরেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়, প্রথম টেস্টে ৫০ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া একদিন এবং টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই দর্শকশূন্য ছিল স্টেডিয়াম। কেবলমাত্র কলকাতায় হওয়া শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। যদিও শ্রীলংকার বিরুদ্ধে সংঘটিত টি-টোয়েন্টি সিরিজের ধর্মশালায় হওয়া শেষ দুটি ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের দেখা যায়। তবে বিধানসভা নির্বাচনের কারণে প্রথম ম্যাচে মাঠ দর্শকশূন্য ছিল বলে জানান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ্।