ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ দ্বিতীয় ম্যাচেও জয়, টানা ১১ টি-২০ জিতে নজির ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2022   শেষ আপডেট: 26/02/2022 10:44 p.m.
বিধ্বংসী ব্যাটিং জাদেজার https://twitter.com/BCCI

দুরন্ত ব্যাটিং শ্রেয়াস আইয়ার - রবীন্দ্র জাদেজার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ (India-Sri Lanka T-20 series) সিরিজের দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য ভারতের বিজয়রথ। সেইসাথে একটানা ১১ টি টি-২০ ম্যাচে জেতার অনন্য নজিরও গড়ল টিম ইন্ডিয়া। এদিন শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই পূরণ করে ভারতীয় খেলোয়াড়রা। দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়াস আইয়ার। সেইসাথে বিধ্বংসী ব্যাটিং ‘স্যার’ জাদেজার। টি-২০ অধিনায়ক হিসাবে দেশের মাটিতে ১৬ ম্যাচে জয় দিয়ে বিশ্বরেকর্ড রোহিত শর্মারও।

ধর্মশালায় আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পাথুন নিশাঙ্কা এবং দানুশ গুনাতিলতা। মাত্র ৫৩ বলে ৭৫ রান করেন শ্রীলঙ্কার তরুণ খেলোয়াড় নিশাঙ্কা। অন্যদিকে ২৯ বলে ৩৮ রান করে আউট হয়ে যান গুনাতিলকা। শ্রীলঙ্কার বাকি ব্যাটারদের মধ্যে অধিনায়ক দাসুন শাঙ্কারাই একমাত্র উল্লেখযোগ্য অবদান রাখতে পেরেছেন দলের স্কোরকার্ডে। ইনিংসের একেবারে শেষের দিকে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন শাঙ্কারা। মাত্র ১৯ বলে ৫ টি বিশাল ছক্কা এবং ২ টি চারের মদতে ৪৭ রান করেন তিনি। ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৮৩ রান তোলে শ্রীলঙ্কা।

অন্যদিকে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ‘হিটম্যান’ রোহিত শর্মার (১) উইকেট হারায় ভারত। হাত খোলার আগেই ঘরে ফিরতে হয় ঈশান কিষাণকেও (১৬)। যদিও ব্যাট হাতে কোনও বাধা সামনে আসতে দেননি শ্রেয়াস আইয়ার (৪৪ বলে অপরাজিত ৭৪)। ভারত পরপর দুটি উইকেট হারানোর পর শ্রেয়াসকে যোগ্য সঙ্গ দিতে হাজির হন সঞ্জু স্যামসনও। মাত্র ২৫ বলে ৩৯ রান করেন স্যামসন। লাহিরু কুমারার বলে স্যামসন আউট হলে নামেন রবীন্দ্র জাদেজা। এদিন আক্রমণাত্মক ব্যাটিং দেখা যায় ‘স্যার’ জাদেজার তরফেও। মাত্র ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন জাদেজা। শ্রেয়াস-জাদেজা জুটির কামালেই ১৭ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

রোহিত শর্মার নেতৃত্বে চূড়ান্ত সফল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির হাত থেকে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটিও ওয়ান ডে বা টি-২০ ম্যাচে হারের সম্মুখীন হয়নি রোহিতের নেতৃত্বাধীন ভারত। সেই ধারাই বজায় রইল আজও। আগামীকাল টি-২০ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। সেই ম্যাচে জিতলে পরপর তিন সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করবে ভারত। তারপর শুরু হবে টেস্ট ক্রিকেটেও রোহিত জমানা। রোহিতের নেতৃত্বে সফল টেস্ট রেকর্ড দেখতে মুখিয়ে থাকবে ভারতবাসী, সেকথা বলাই বাহুল্য।