India-South Africa test : দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কোহলি, পুজারা, রাহানে
ভারত-দক্ষিন আফ্রিকা বক্সিং ডে টেস্টের (India-SA first test) দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় টিম ইন্ডিয়ার। ভারতের প্রথম ইনিংসে করা ৩২৭ রান তাড়া করতে নেমে মাত্র ১৯৭ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা (South Africa)। তবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইতিমধ্যেই ৬ উইকেট হারিয়েছে ভারত। দুটি ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি (Virat Kohli), পুজারা (Pujara)।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কেএল রাহুল (KL Rahul) এবং ময়ঙ্ক আগারওয়ালের (Mayank Agarwal) অনবদ্য ওপেনিং পার্টনারশিপ ভারতকে বেশ খানিকটা এগিয়ে দেয়। সেঞ্চুরি করেন রাহুল (১২৩) এবং অর্ধ-শতরান করেন ময়ঙ্ক (৬০)। তবে এই দুজনের পরে রাহানে (৪৮) এবং কোহলি (৩৫) ছাড়া কেউই ভারতের স্কোরকার্ডে সেরকম উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। প্রথম বলেই আউট হয়ে ঘরে ফিরতে হয় অভিজ্ঞ ব্যাটসম্যান পুজারা’কে (C Pujara)।
অন্যদিকে ব্যাটিং করতে নেমে শামি ঝড়ে কার্যত উড়ে যায় প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার তরফে অর্ধ-শতরানের গণ্ডি পেরতে পারেন একমাত্র বাভুমা (৫২)। অন্যদিকে মহম্মদ শামি (Md. Shami) তুলে নেন ৫ টি মূল্যবান উইকেট। বুমরাহ এবং শার্দূল ঠাকুরও দুটি করে উইকেট পান। একটি উইকেট পান মহম্মদ সিরাজ। মাত্র ১৯৭ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
তবে দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ছয়টি উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনের ওপেনিং জুটি ব্যর্থ দ্বিতীয় দিনে। মাত্র ২৩ রান করে ফেরত গেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাহুল। অন্যদিকে হাফসেঞ্চুরি করা ময়ঙ্ক মাত্র ৪ রানেই আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তো দুরের কথা, হাফসেঞ্চুরির মুখও দেখতে পেলেন না কোহলি (১৮)। অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ পুজারা। প্রথম দিন প্রথম বলে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনও মাত্র ১৬ রান'ই করতে পারলেন তিনি। ব্যর্থ রাহানের (Ajinka Rahane) সংগ্রহ মাত্র ২০ রান। তবে সাউথ আফ্রিকার থেকে বেশ অনেকটা রানে এগিয়ে থাকার দরুন অনুকূল পরিস্থিতিতেই রয়েছে ভারত। ব্যাট করছেন রিশভ পান্থ (Rishabh Pant) এবং আশ্বিন (Ravi Ashwin)।
দক্ষিণ আফ্রিকায় এই টেস্ট ভারত তথা কোহলির জন্য এক অগ্নিপরীক্ষা। একদিকে এই টেস্ট জিতলে যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত অনেকটাই উপরে উঠবে, তেমনই অধিনায়ক হিসাবে নিজের হারানো গরিমা ফিরে পেতে পারেন কোহলিও। অন্যদিকে সমালোচক মহলে ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে, এই ম্যাচে হারলে টেস্ট অধিনায়কত্ব খোয়ানোরও সম্ভাবনা রয়েছে কোহলির। প্রসঙ্গত, সাউথ আফ্রিকায় এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তাই এই সিরিজে জয়লাভ করলে সমালোচকদের যোগ্য জবাব ছুঁড়ে দিতে পারবেন কোহলি। তবে রানের খরা কাটিয়ে উঠতে এখনও অসফল তিনি। পারফরমান্সের ভিত্তিতে কেরিয়ারের ভবিষ্যৎ নড়বরে পুজারা,রাহানেরও।