ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, অর্ধশতরান গিল, শ্রেয়াস, জাদেজার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/11/2021   শেষ আপডেট: 25/11/2021 5:45 p.m.
https://twitter.com/BCC

প্রথম টেস্টেই অর্ধশতরান শ্রেয়াস আইয়ারের

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচের প্রত্যেকটিতেই জিতে বিনা প্রতিদ্বন্ধিতায় সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার লাল বলের খেলায় মুখোমুখি নেমেছে দুই দল। কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে সংঘটিত ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ৮৪ ওভারে ৪ উইকেট খুইয়ে ২৫৮। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরানও। দিনের শেষে অপরাজিত রয়েছেন শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা।

প্রথম টেস্টে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন অজিঙ্কা রাহানে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাতিংয়ে নামেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল। আজকের ম্যাচে গিল অর্ধশতরান (৫২) হাকালেও জ্বলে উঠতে দেখা যায়নি ময়ঙ্ককে (১৩)। পুজারা (২৮) এবং রাহানেও (৩৫) এদিন খুব বেশি রান যোগ করতে পারেননি ভারতের স্কোরবোর্ডে। তবে শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৭৫ এবং জাদেজার অপরাজিত ৫০ রানের সুবাদে দিনের শেষে অনুকূল পরিস্থিতিতে ভারত। জাদেজার টেস্ট কেরিয়ারের ১৭ তম অর্ধশতরান এল এদিন। জীবনের প্রথম টেস্টেই অর্ধশতরান করলেন আইয়ার।

এদিন বোলিংয়ে বিশেষ ক্ষমতা প্রদর্শন করেছেন কিউয়িদের কাইলি জেমিসন। আজ ভারতের ৪ টি উইকেটের মধ্যে তিনটিই তুলে নেন তিনি। একটি উইকেট পান টিম সাউদিও। উল্লেখ্য, রাহানের নেতৃত্বে এখনও পর্যন্ত একটি টেস্ট ম্যাচও হারেনি ভারত।