ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট : তৃতীয় দিনেই জয়ের দোরগোড়ায় ভারত
দ্বিতীয় ইনিংসেও অতি দ্রুত ৫ টি উইকেট হারিয়ে ফেলায় চাপে নিউজিল্যান্ড
ওয়াংখেড়ে ময়দানে (Wankhede Stadium) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের (India-New Zealand second test) মাত্র তৃতীয় দিন অতিক্রান্ত হল। তবে ইতিমধ্যেই জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে বিরাট ব্রিগেড। আপাতত রানের লিডে রয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচের প্রথম ইনিংসে ভারতের করা ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬২ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। তখন ম্যাচের কেবল দ্বিতীয় দিন। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছিল বিনা উইকেটে ৬৯। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মধ্যম মানের খেলতে দেখা গেল ভারতীয় ব্যাটসম্যানদের। অর্ধশতরান করলেন প্রথম ইনিংসে ১৫০ হাঁকানো মায়াঙ্ক আগরওয়াল (৬২)। সামান্যর জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন পুজারা (C Pujara) এবং শুভমান গিল (S Gill)। দুজনেরই সংগৃহীত রানের সংখ্যা ৪৭। ক্যাপ্টেন কোহলি (V Kohli) করেন ৩৬ রান। এর মাঝে দ্বিতীয় ইনিংসেও নিজের ব্যাটিং দক্ষতা দেখালেন আক্সার প্যাটেল (Axar Patel)। মাত্র ২৬ বলে ৪১ রান করেন তিনি। তাঁর এই ঝোড়ো ইনিংসে রয়েছে ৩ টি চার এবং ৪ টি বিশাল ছক্কা। ৭ উইকেট হারিয়ে ২৭৮ রানেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারতীয় অধিনায়ক বিরাট। কিউয়ি বোলারদের মধ্যে চারটি উইকেট পান আজাজ প্যাটেল (Ajaz Patel) এবং ৩ টি পান রাভিন্দ্র (R Ravindra)। একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসে মোট ১৪ টি উইকেট সংগ্রহ করে কুম্বলের নজির স্পর্শ করলেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি বোলার আজাজ।
অন্যদিকে মাথায় ৫৪০ রানের বিশাল বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানেই অধিনায়ক টম লাথামের (Tom Latham) (৬) উইকেট হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) (৬০)। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে নিউজিল্যান্ড। জিততে গেলে এখনও ৪০০ রান করতে হবে তাঁদের। হাতে দু’টি দিন এবং ১৯২ ওভার থাকা সত্ত্বেও ৫ টি উইকেট হারিয়ে ফেলায় এই মুহূর্তে নিউজিল্যান্ডের জেতার আশা অত্যন্ত ক্ষীণ।