ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ড্র, অক্ষুণ্ণ রাহানের অপরাজয়ের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/11/2021   শেষ আপডেট: 29/11/2021 5:54 p.m.
https://twitter.com/BCCI

ম্যাচের সেরা শ্রেয়াস আইয়ার

কানপুরে সদ্য সমাপ্ত প্রথম টেস্ট(test match) ম্যাচে জেতার মুখে দাঁড়িয়ে থেকেও অবশেষে ড্র (draw) করেই খুশি থাকতে হল টিম ইন্ডিয়াকে (Indian cricket team) । তবে সেই সাথে টেস্ট ক্যাপ্টেন হিসাবে বজায় রইল রাহানের (Ajinka Rahane) না হারার রেকর্ড। দুই ইনিংসে সেঞ্চুরি (century) এবং হাফ সেঞ্চুরি (half century) করা শ্রেয়াস আইয়ার (Shreyas Ayaar) ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

ম্যাচের প্রথম ইনিংসেই তিনটি অনবদ্য পারফরমান্স উপহার দেন গিল, শ্রেয়াস এবং জাদেজা। গিল, জাদেজার অর্ধশতরান এবং শ্রেয়াস অনবদ্য ১০৫ রানের সুবাদে ভারত ৩৪৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় কিউয়িদের উদ্দেশ্যে। জবাবে টম লাথাম, কেন উইলিয়ামসনরা কেবলমাত্র ২৯৬ রানই তুলতে সক্ষম হন। দ্বিতীয় ইনিংসে শ্রেয়াস এবং ঋদ্ধিমানের অর্ধশতরানে ভর দিয়ে ভারত ২৩৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। পঞ্চম দিনে জেতার জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯০ ওভারে ২৮৪ রান। তবে অবশেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করতেই সক্ষম হয় কিউয়িরা। যার জেরে প্রথম ম্যাচ ড্র (draw)হয়ে যায়।

তবে প্রথম টেস্টে দু’দলের তরফ থেকেই দেখা গেছে অসামান্য বোলিং প্রদর্শনী। প্রথম ইনিংসে সাউদি তুলে নেন ৫ উইকেট এবং কাইলি জেমিসন তুলে নেন তিনটি উইকেট। অন্যদিকে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলা আক্সার প্যাটেলও তুলে নেন পাঁচ উইকেট। আশ্বিন পান ৩ টি উইকেট। দ্বিতীয় ইনিংসে সাউদি এবং জেমিসন তিনটি করে উইকেট পান। ভারতের তরফ থেকে দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট পান জাদেজা। তিনটি উইকেট পান আশ্বিন। নিউজিল্যান্ডের তরফ থেকে দুটি ইনিংসেই অর্ধশতরান করেন টম লাথাম (Tom Latham)।

৩ তারিখ শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংঘটিত হবে সেই ম্যাচ। অজিঙ্কা রাহানের নেতৃত্বে সেই ম্যাচেও কি অপরাজয়ের রেকর্ড বজায় রাখতে পারবে? নজর থাকবে সেই দিকে।