লজ্জার হার ভারতের! অস্ট্রেলিয়ার পেসারদের সামনে নাস্তানাবুদ ব্যাটসম্যানরা

তুফান সিংহরায়
প্রকাশিত: 19/12/2020   শেষ আপডেট: 19/12/2020 4:38 p.m.
-twitter

মাত্র ৩৬ রানে শেষ হয়ে গেলো ভারতের দ্বিতীয় ইনিংস! আট উইকেটে জয় অস্ট্রেলিয়ার

প্রথম ইনিংসে লিড পেয়েও লজ্জার হার ভারতের কপালে। ভারত অস্ট্রেলিয়া প্রথম ডে নাইট টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর মাত্র ৩৬! এতদিনের টেস্ট খেলার ইতিহাসে এটা পঞ্চম সর্বনিম্ন স্কোর। প্রথম ইনিংসে ২৪৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়াকে ১৯১ রানে আটকে দিয়ে ৫৩ রানের লিডও পায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে জস হেজেলউড এবং প্যাট কামিন্সের পেস আক্রমণের সামনে লুটিয়ে পড়লো ভারতীয় ব্যাটসম্যানরা। হেজেলউড ৫টি এবং কামিন্স ৪টি উইকেট তুলে নিলেন। ফলে ম্যাচ জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ৯৩ রানের।

২ উইকেট হারিয়েই জয় পেলো অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেলো প্রথম ম্যাচ। সিরিজে এখনও তিনটে ম্যাচ বাকি। বাকি সিরিজে কোহলি নেই ভারতের দলে। এই সর্বগ্রাসী আগুনে বোলিংয়ের সামনে ভারত কিভাবে বাকি সিরিজে লড়াই করে সেটাই দেখার।