৬১ টি পদক জিতে কমনওয়েলথে চতুর্থ স্থানে ভারত, প্রথম অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/08/2022   শেষ আপডেট: 08/08/2022 9:03 p.m.
twitter.com/GautamGambhir

কমন‌ওয়েলথে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্ফমেন্স রেসলারদের

২২টি স্বর্ণপদক, ১৬টি রৌপ্য এবং ২৩টি ব্রোঞ্জপদক জয় করে কমনওয়েলথ গেমস ২০২২ এর মঞ্চে চতুর্থ স্থান অধিকার করল ভারত। ২০০৬ সালে ম্যানচেস্টার গেমসের এত বছর পর ফের এতগুলি স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। পোর্ডিয়ামে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৬৭ টি সোনা সহ মোট ১৭৮ টি মেডেল পেয়েছে দেশটি। ৫৭ টি স্বর্ণপদক সহ মোট ১৭৬ টি মেডেল পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ২৬ টি সোনার মেডেল সহ ৯২ টি মেডেল নিয়ে ভারতকে ফেলে তৃতীয় স্থান দখল করেছে কানাডা।

কমন‌ওয়েলথে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্ফমেন্স রেসলারদের। ১২ জনের মধ্যে ১২ জন‌ই পদক নিয়ে ফিরেছে। ভারোত্তলকদের মধ্যে ৩ টি স্বর্ণপদক সহ মোট ১০ টি পদক পেয়েছে। টেবিলটেনিসে মোট ৭ টি মেডেল এসেছে যারমধ্যে ৪ টি সোনা। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে লাইফেল শ্যুটিং এবং তীরন্দাজিতে অংশগ্রহণ করেনি। তৎসত্ত্বেও অ্যাথলেটিক্স, লন বোলস, প্যারা পাওয়ারলিফটিং য়ে ভালো পারফরমেন্স করেছে অ্যাথলিটরা।

জুডো হকি এবং স্কোয়াশ ছাড়া বাকি সব গেমেই সোনা এসেছে দেশে। ট্র্যাক এন্ড ফিল্ডে ৬ টির‌ও বেশী পদক এসেছে। পুরুষদের ট্রিপল জাম্পে এই প্রথম সোনা এনে দিয়েছে এল্ডোস পল। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে ভারত প্রথম পদক জিতল এবার। ৩ টি সোনা সহ মোট ৪ টি পদক জিতে ৪০ বছর বয়সী টেবিল টেনিস তারকা শরথ কামাল কমনওয়েলথ গেমস ২০২২-এ সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে অভিহিত হয়েছেন।