করোনা আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, বাতিল ভারত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ
বাকিদের ফল নেগেটিভ হলে আগামীকাল অর্থাৎ বুধবার ম্যাচ খেলা হবে
করোনা (Corona) প্রকোপে ভারতীয় ক্রিকেট খেলোয়ার ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। ফলে বাতিল হয়েছে ভারত-শ্রীলংকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এমনটাই জানা গেছে সংবাদ সংস্থা এনআইএর তরফে। এরপর বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা ফল নেগেটিভ হলে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, "ক্রুনাল করোনা আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই বাতিল হয়েছে মঙ্গলবারের ম্যাচ। বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবার খেলা হতে পারে। ভারতীয় অলরাউন্ডার করোনা আক্রান্ত হওয়ায় এখন দুই দলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তাঁরা সকলেই নিভৃতবাসে থাকবেন।"
অন্যদিকে, ইংল্যান্ডে ভারতের টেস্ট দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ শেষ হলেই তারা ইংল্যান্ডে উড়ে যাবেন। কিন্তু দলের মধ্যে একজনের করোনা হওয়ায় এবার তারা ইংল্যান্ডে টেস্ট খেলতে যেতে পারবেন নাকি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বিসিসিআই তরফে জানানো হয়েছে, "আগামীকাল দ্বিতীয় ম্যাচ হবে। তৃতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার। ম্যাচের দিন সকালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কুণালের রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁর সঙ্গে বেশি সংস্পর্শে থাকা ৮ জনকে চিহ্নিত করেছে মেডিকেল টিম। আরও কেউ আক্রান্ত নাকি তা যাচাই করার জন্য আরটি পিসিয়ায় টেস্ট হয়েছে।"