সিডনিতে তৃতীয় টেস্টে ড্র করল ভারত
অশ্বিন-বিহারীর অপ্রতিরোধ্য লড়াই
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই ঘটনার ঘনঘটা। সিডনির ঘটনাবহুল টেস্ট অবশেষে ড্র দিয়েই শেষ হল। জেতার জন্য আট উইকেট হাতে ৩০৯ রান তাড়া করতে নেমে স্টার্ক কামিন্সদের গোলাগুলির সাথে পাল্টা লড়াইয়ে প্রথমে পূজারা-পন্থ ও পরে অশ্বিন-বিহারীর দাপটে দুরন্তভাবে হার বাঁচালো ভারত।
সিডনিতে প্রথম দিন থেকেই গ্রিপ অজিদের দিকে থাকলেও পঞ্চম দিনে ভারতের লড়াইএর কাছে নত হল স্মিথবাহিনী। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ৩৩৮ তোলে। জবাবে ভারত ২৪৪ এ অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে স্মিথরা ৬ উইকেটে ৩১২ তে ডিক্লেয়ার দেয় যাতে গ্রিনের ৮৪ ও স্মিথের ৮১ গুরুত্বপূর্ণ যোগদান। জবাবে ভারতকে এগিয়ে নিয়ে যায় পন্থের ৯৭ ও পূজারার ৭৭ রানের ইনিংস। শেষ বল অবধি হ্যামস্ট্রিঙে চোট নিয়েও দীর্ঘক্ষণ ব্যাট করেন হনুমা ২৩(১৬১) ও অশ্বিন ৩৯(১২৮)। অন্যবদ্য যুগলবন্দিতে হার বাঁচালো ভারত। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনের গব্বায়।