ICC Womens WC: নতুন রেকর্ড তৈরি করলেন অধিনায়ক মিতালী রাজ, ছুঁলেন শচীন-মিয়াদাঁদের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2022   শেষ আপডেট: 06/03/2022 8:57 a.m.
https://twitter.com/ICC

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে পরপর ছ'বার খেলে নজির তৈরি করলেন মিতালী রাজ

শুরু হয়ে গেছে আইসিসি ওমেনস ওয়ার্ল্ড কাপ (ICC Womens WC)। ভারতের মহিলা ব্রিগেডের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। সেই ম্যাচে ইতিমধ্যেই নতুন রেকর্ড তৈরি করলেন ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ (Mithali Raj)। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ৬ টি ওয়ান ডে বিশ্বকাপে খেলার নজির তৈরি করলেন তিনি। সেই সঙ্গে শচীন ও মিয়াদাঁদের রেকর্ড ছুঁলেন এই তারকা ক্রিকেটার।

মিতালী রাজ প্রথম বিশ্বকাপে নামেন ২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবার ২০২২ সাল, এই নিয়ে মোট ছ'বার মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলার নজির তৈরি করলেন তিনি। হয়তো এটাই ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ। এর আগে বিশ্বের কোন মহিলা খেলোয়াড় টানা ছ'বার ওয়ান ডে বিশ্বকাপ খেলার নজির তৈরি করতে পারেননি। এর আগে কোনও ক্রিকেটার মেয়েদের ৬টি ওয়ান ডে বিশ্বকাপ খেলেননি। নিউজিল্যান্ডের ডেবি হকলি ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস ৫টি করে বিশ্বকাপে মাঠে নেমেছেন। তাঁদের সঙ্গে এবার তালিকায় যোগ দিয়েছেন ভারতের ঝুলন গোস্বামী ও ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট। ঝুলন ভারতের হয়ে ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালের পর এবার ২০২২-এ কেরিয়ারের পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপে মাঠে নামলেন। কিন্তু মিতালী রাজ টানা ছ'বার খেলার খেতাব জিতলেন।

আজ নিউজিল্যান্ডের মাটিতে ভারতের প্রথম এবারের বিশ্বকাপের ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের মহিলা ব্রিগেড ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে দলগত রান ১১৫। খেলা শুরুতে কিছুটা ধাক্কা পেলেও স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার রানে কিছুটা এগিয়ে যায় ভারত। যদিও পরপর কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।