লাফিয়ে বাড়ছে করোনা, এই পরিস্থিতিতে আদৌ কি ভারতে আয়োজিত হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ?
করোনার বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে
আপনারা হয়তো সকলেই অবগত আছেন গত একমাস ধরে ভারতে করোনাভাইরাস এর সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। মধ্যে জানিয়ে রাখি আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতের সবথেকে বড় ক্রিকেট লিগ আইপিএল। তার মধ্যেই অক্টোবর-নভেম্বর মাসে আবার আসতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু ভারতের বর্তমান যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু আইসিসি বেশ চিন্তিত। আইসিসি বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিসিসিআইয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে এবং বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা বর্তমানে ভারতে করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা নিয়ে বেশ কিছুটা চিন্তিত রয়েছে বলেই জানা যাচ্ছে।
করোনার মধ্যেও গতবছর সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত করা হয়েছিল আইপিএল। যদি শেষ মুহূর্তে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নাও সম্ভব হয় তাহলে হয়তো এবারে সংযুক্ত আরব আমিরশাহির মাঠে খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনটা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে এখনো পর্যন্ত আইসিসির মুখ্য উপদেষ্টা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, "গতবছর অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ক্রিকেট শুরু করা হয়েছিল। আর কিছুদিন পরে আইপিএল আসছে। কয়েক মাস পর থেকেই আবার শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে ক্রিকেট আয়োজন করা যায় সেটা নিয়ে বর্তমানে দেশের অন্যান্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করছি আমরা। আমরা আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের খুশির খবর জানাতে পারবো।"