ভারত নয়, আরব আমিরশাহীতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘোষণা ICC এর
১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হবে
করোনা ত্রাসে কাঁপছে ভারত। দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এই পরিস্থিতিতে প্রত্যাশিত ছিল যে এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T 20 World Cup) আসর বসবে না। আর তেমনটাই হল। ভারতের পরিবর্তে আরব আমিরশাহীতে (United Arab Emirates) এবার হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে এবং শেষ হবে ১৪ নভেম্বর। এই কথা আজই টুইট করে জানিয়ে দিয়েছে আইসিসি (ICC)। ক্রিকেট সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি বিবৃতিতে জানিয়েছে, "আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা এবার সংযুক্ত আরব আমিরশাহীতে সরানো হল। তবে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঠিক যেমন ২০১৮ সালে আমিরশাহীতে হওয়া এশিয়া কাপের আয়োজক ছিল ভারতীয় বোর্ড।"
জানা গিয়েছে, আরব আমিরশাহির মোট চারটি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা আয়োজিত হবে। সেগুলি হল দুবাই, আবুধাবি, শারজা ও ওমান। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা আটটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেই রাউন্ড থেকে চারটি দল মূল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। এই চার দল ও আইসিসি ক্রমতালিকায় প্রথম আটটি দল মিলে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নমিবিয়া, ওমান এবং পাপুয়া নিউ গিনি। প্রসঙ্গত উল্লেখ্য, স্থগিত হওয়া আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনাল ১৫ অক্টোবর। সেই হিসাবে আইপিএলের ধকল সামলে কোহলি বাহিনী টুর্ণামেন্টে কেমন পারফরম্যান্স দেখায়, সেটাই দেখার।