ক্লে কোর্ট সম্রাট নাদালের আরও একটি গ্র্যান্ড স্ল্যাম

তুফান সিংহরায়
প্রকাশিত: 12/10/2020   শেষ আপডেট: 12/10/2020 4:20 a.m.
-twitter

২০ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেডেরারকে ছুঁলেন রাফা

১৩ তম ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ২০০৫ সালে প্রথম ফরাসি ওপেন জেতেন তিনি। আজ ২০২০ তে দাঁড়িয়ে ১৬টি ফরাসি ওপেনের মধ্যে ১৩ টিই রাফার নামে। ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক ও দুই নম্বর পুরুষ খেলোয়াড়। নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব নিজের নামে করে নিলেন নাদাল।

২ ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে জোকোভিচকে হারিয়ে ক্লে কোর্টে ১০০ তম ম্যাচে জয় পেয়ে নাদাল বললেন "এখানে আবার জিততে পারা শুধু স্বপ্ন নয়, এটা আমার ভাবনার অতীত।" ফাইনালে ফলাফল ৬-০, ৬-২, ৭-৫। স্পষ্টতই কঠিন লড়াই ছাড়াই জিতলেন নাদাল। আর এই খেতাব জিতে রজার ফেডেরারের ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ছুঁয়ে ফেললেন নাদাল।