বাইশ গজ থেকে দূরে একেবারে নতুন অবতারে ধোনি
এবার প্রযোজনায় হাত পাকাতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি
ছিলেন ক্রিকেটার হয়ে গেলেন প্রযোজক। এ যেন আবোল তাবোল এর রুমালের বেড়াল হয়ে যাওয়ার গল্প। ক্রিকেট দুনিয়ার অন্যতম স্তম্ভ মহেন্দ্র সিং ধোনি এবার একেবারে নতুন ভূমিকায়। প্রযোজনা করতে চলেছেন একটি ওয়েব সিরিজ। এর আগের বছরেও তিনি কবীর খান পরিচালিত 'Roar of the lion' নামে একটি তথ্যচিত্র প্রযোজনা করেছেন। এবার তিনি একটু বড় স্কেলে কাজটি করতে চলেছেন। তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাক্ষী ধোনি জানিয়েছেন "তারা একটি নতুন লেখকের অপ্রকাশিত একটি বই নিয়ে সিরিজটি বানাতে চলেছেন। পৌরাণিক গল্পের আধারে তৈরি কল্পবিজ্ঞানের গল্প এটি। যেখানে একজন অঘোরি এই আধুনিক সভ্যতার জাঁতাকলে আটকে পড়েছেন। অঘোরির প্রকাশ্যে আনছেন কিছু গোপন রহস্য, কিছু অজানা কথা, যা আমাদের অনেক বিশ্বাস কে ভেঙে দিতে সক্ষম।"
এই ওয়েবসিরিজের মধ্যে দিয়ে তাদের পূর্নদৈর্ঘ্য ছবি বানানোর উদ্দেশ্যেও সফল হবে বলে জানান সাক্ষী। প্রযোজক হিসাবে মহেন্দ্র সিং ধোনির যাত্রাপথ মসৃণ হোক, রইল অনেক শুভেচ্ছা।