অসামান্য প্রত্যাবর্তন ওসমান খোয়াজার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2022   শেষ আপডেট: 08/01/2022 10 p.m.
উসমান খোয়াজা facebook.com/usmankhawaja419

একই টেস্টের দুই ইনিংসেই শতরান, এই নজির গড়েছেন দুই ভারতীয়ও

অসামান্য প্রত্যাবর্তন এর সাক্ষী থাকল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। চলতি ashes এর চতুর্থ ম্যাচে উসমান খোয়াজার দুরন্ত ইনিংসে ভর করে চালক আসনে অজিরা। ইতিহাস এর ৮৭ তম খেলোয়াড় হিসেবে এক টেস্টে দুই ইনিংসে শতরানের নজির গড়লেন এই তারকা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪১৬ রানে ডিক্লিয়ার দেয়, জবাবে ব্যাট করে ২৯৪ করে ইংল্যান্ড। শতরান জনি বেয়ার্স্টর। অস্ট্রেলিয়া ২৬৫ করে ডিক্লিয়ার দেয় দ্বিতীয় ইনিংসে, ৩৮৮ রানের পাহাড়প্রতীম লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৩০/০

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ এই কৃত্বিতের অধিকারী। ভারতীয়দের মধ্যে সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের এই নজির রয়েছে। প্রায় ৩ বছর পর দলে ফিরে এসে এই ইনিংস দুটো ইনিংস টেস্ট ক্রিকেটে আরো এগিয়ে নিয়ে যাবে খোয়াজাকে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের এক অংশ।