৫৫ বছরের শাপমোচন ঘটালো ইংল্যান্ড, এবারে কি ঘরে আসবে ইউরো?
জার্মানদের বিরুদ্ধে নকআউট ম্যাচে হারের ইতিহাসকে পাল্টে দিল হ্যারি কেন ও তার ছেলেরা
জার্মানি বনাম ইংল্যান্ড এর ম্যাচ মানেই জার্মানদের জয় এবং ইংল্যান্ডের পরাজয়। এতদিন পর্যন্ত দীর্ঘ ৫৫ বছর ধরে সেই একই ধারা চলে আসছে। দীর্ঘদিন ধরে এটা যেন একটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু ২০২০ সালের ইউরো কাপ কিছুটা আলাদা। এই ইউরো কাপে প্রথম থেকেই অঘটন ঘটেই চলেছে। ডেনমার্কের কাছে লজ্জাজনক হারের পর গ্যারেথ বেলদের ওয়েলস এর বিদায়, বেলজিয়ামের কাছে পর্তুগালের পরাজয়, স্পেনের কাছে ক্রোয়েশিয়ার পরাজয়, সুইজারল্যান্ড এর কাছে ফ্রান্সের পরাজয়। এতগুলো অঘটন ঘটার পরে এবারে পালা জার্মানির। ৫৫ বছরের শাপমোচন ঘটিয়ে ইতিহাস গড়লো হ্যারি কেনদের দল। জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে নকআউট ম্যাচে ইংল্যান্ডের দুঃস্মৃতি ঘোচাতে পারলো ব্রিটিশ বাহিনী।
৫৫ বছর পরে নকআউট পর্যায় জার্মানদের বিরুদ্ধে কোন ফুটবল প্রতিযোগিতায় নক আউট স্টেজে জয়লাভ করে অসাধ্য সাধন করল গ্যারেথ সাউথ গেটের ইংল্যান্ড। সেই ১৯৬৬ সালে শেষবার জার্মানিকে নকআউট পর্যায় পরাজিত করেছিল ব্রিটিশ বাহিনী। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান ব্রিগেডকে ৪-২ গোলে পরাজিত করে বিশ্বকাপ ঘরে এনেছিল ববি মুরের ইংল্যান্ড। আর ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্স্ট।
১৯৬৬ এর পরে ২০২০ ইউরো কাপ, রহিম স্টারলিং এবং হ্যারী কেনের দুটি গোলের ওপরে নির্ভর করেই জার্মান বাহিনী কে ২-০ গোলে পরাজিত করলো ইংল্যান্ড। বৃটেনের তামাম ফুটবল প্রেমীদের প্রার্থনা সফল হল দীর্ঘ ৫৫ বছর পর। শেষবার যখন জার্মানিকে ইংল্যান্ড নকআউট স্টেজে পরাজিত করেছিল, তখন তাদের হাতে এসেছিল বহুকাঙ্খিত বিশ্বকাপ। এবারেও নকআউট স্টেজে জার্মানিকে পরাজিত করেছে ইংল্যান্ড। তাহলে এবারে কি ঘরে আসবে ইউরো? উত্তরটা দেবে সময়.