ইংল্যান্ডের ঝুলিতে ২১৬ রান, অপরাজিত জো রুট ও বেয়ারোষ্ট, তৃতীয় দিনে কি বিপাকে ভারত?
ভারতের চার পেসার নিয়ে লর্ডসে খেলা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে
লর্ডসের স্টেডিয়ামে (Lord's Stadium) শুরু হয়েছে ভারত ইংল্যান্ড সিরিজের (India England Test Series) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল খেলার মাঝে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিকে অ্যাম্পিয়ার ড্র হিসাবে ঘোষণা করেছিলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়ক টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন। প্রথম দিনটা ভালোই যায় ভারতীয় দলের জন্য। রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথমেই ১২৬ রান সংগ্রহ করেন। তারপর কে এল রাহুল ১২৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ৭ উইকেট পরে যায় মাত্র ৮৮ রানে। তারপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩ উইকেট হারায়। আজকের দিনে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জো রুটদের দ্রুত অলআউট করে দেওয়া। তবে আজ ৭০ ওভারে ইতিমধ্যেই ইংল্যান্ড ২১৬ রান করে নিয়েছে। ৮৪ রান করে জো রুট এবং অর্ধ্বশতরান করে বেয়ারোষ্ট অপরাজিত রয়েছেন। মাত্র ১৪৮ রানে এগিয়ে রয়েছে ভারত।
তবে লর্ডস টেস্টে ভারতের চার পেসার নিয়ে মাঠে নামা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের শেষ দুই দিনে ক্যাপ্টেন কোহলি তথা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভারতীয় দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আকাশ চোপড়া। তিনি বলেছেন, "কোয়ালিটি স্পিন বোলিং এর বিকল্প তৈরি রাখার পাশাপাশি ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য রবীন্দ্র অশ্বিনকে দরকার ছিল লর্ডসে। শামি, সিরাজ, বুমরাহ, ইশান্ত এদের কাছ থেকে খুব একটা বেশি আশা করা যায় না। এই চারজনের মধ্যে কেউ ভালো ব্যাট করতে পারে না। এই পরিস্থিতিতে ম্যাচের শেষে বিপাকে পড়তে পারে ভারত। ইতিমধ্যেই স্পিনারের অভাব খুব বেশি করে চোখে পড়ছে।"